
সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর-রূপনারায়ণ নদীতে একটি রহস্যজনক ট্রলার উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল গেঁওখালিতে। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে সন্দেহজনক ওই ট্রলারের অভিযান চালায় উপকূলরক্ষী বাহিনী। তারপ আগেই চম্পট দেয় ওই ট্রলারে থাকে ১০ জন মৎসজীবী। ওই ট্রলার থেকে বেআইনি জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে অনুমান।
জানাগেছে, শুক্রবার থেকে ট্রলারটি রূপনারায়ণ নদীতে গেওখালির নাটশালের কাছে আসে। অজ্ঞাত পরিচয় ওই ট্রলারটিকে দেখে সন্দেহ হয় গেঁওখালির গ্রামের বাসিন্দাদের। তাঁরা ওই ট্রলারে থাকা লোকজনকে তাঁদের পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু তাঁরা ওই এলাকায় মাছ নামানোর কথা জানাই। গ্রামবাসীরা জানান, ওই ট্রলারে ১০ জন মৎসজীবী ছিলেন।
এরপরই, সোমবার সকালে গ্রামবাসীরা দেখতে পান ওভারক্র্য়াফ্ট দিয়ে রহস্যজনক ওই ট্রলারটিকে ঘিরে ফেলে উপকূলরক্ষী বাহিনী। বিপদ বুঝে পালিয়ে যায় ওই ট্রলারে থাকা লোকজন। সূত্রে খবর, ওই ট্রলারে নতুন ভাবে নম্বর প্লেট ও নাম লেখা হয়। সেখান থেকেই রহস্য় দানা বাঁধে। ট্রলার থেকে ৬০ পেটি জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। সেখানে বেআইনি জিনিসপত্র রয়েছে বলে অনুমান। পাচারের আগেই সেগুলি উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। তবে কী জিনিস ছিল তা জানানো হয় হয়নি উপরক্ষী বাহিনীর তরফে।
বন্দিশ ব্যান্ডিটস-এর নায়ক ঋত্বিক ভৌমিকের এক্সক্লুসিভ সাক্ষাৎকার, দেখুন ভিডিও স্টোরি-
"