দলীয় কার্যালয় নিজেই বিক্রি করে দিলেন তৃণমূল নেতা, কোলাঘাটে রাজনৈতিক বিতর্ক

  • দলীয় কার্যালয়ে নিজেই বিক্রি করে দিলেন তৃণমূল নেতা
  • চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে
  • দলীয় কার্যালয়ের মালিক তিনি নিজেই, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার

করোনা আবহের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে। দলীয় কার্যালয়কে লক্ষাধিক টাকায় বিক্রির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, দলীয় কার্যালয় বিক্রির পর সেটিকে নিজের সম্পত্তি বলেও দাবি করলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোলাঘাটে।

স্থানীয় সূত্রে খবর, কোলাঘাটের গঙ্গামোড় এলাকায় তৃণমূলের একটি অফিস ছিল। সেখানে যাতায়াত ছিল স্থানীয় নেতা কর্মীদের। কয়েকদিন আগে তাঁরা জানতে পারেন বিক্রি হয়ে গিয়েছে ওই পার্টি অফিস। এমন চাঞ্চল্যকর খবর শুনে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান তৃণমূলকর্মীরা। ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। গোটা বিষয়টি জানানো  হয় ব্লক সভাপতিকে। তখনই বিষয়টি প্রকাশ্য়ে আসে।

Latest Videos

জানাগেছে, ওই পার্টি অফিসটি ৮ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন মানব সামন্ত নামে এক তৃণমূলকর্মী। তৃণমূলের পার্টি অফিস সহ জমি কেনেন শেখ রাজা নামে এক জন। যদিও, এবিষয়ে কেউ  কিছু জানতেন না। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মানব সামন্ত নামে ওই তৃণমূল নেতা বলেন, ওই পার্টি অফিস আমার ব্যক্তিগত সম্পত্তি ছিল, সেচ দফতরের জমি জবরদখলের পর পার্টি অফিস তৈরি করে ভোটের সময় দলকে দিয়েছিলাম। ফলে পার্টি অফিস দলের সম্পত্তি নয় বলে জানান মানব সামন্ত।

এই ঘটনার জেরে দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। ঘটনার তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবিরও। আমফানের পর পার্টি অফিস দুর্নীতিতে নিয়ে সরব বিজেপি শিবির।  

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News