আপনারা প্রস্তুত তো, প্রকাশ পেল কলকাতার সেরা ৫০ পুজোর নাম

  • এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এর ৫০-এর তালিকা
  • কলকাতার পুজো কমিটিগুলিকে নিয়ে এই তালিকা 
  • এই তালিকার ভিত্তিতে ২০টি পুজো কমিটি চূড়ান্ত লড়াইয়ে স্থান পাবে
  • ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কয়েকটি পুজো কমিটি পাবে বিশেষ শারদ সম্মান 

সমানে ফোনের রিং বেজে যাওয়া। ফোনের অন্যপ্রান্তে থাকা পুজো কমিটিগুলির জিজ্ঞাস্য কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকার নাম। আর কবেই বা মিলবে এশিয়ানেট নিউজ শাারদ সম্মানের ব্যানার। বলতে গেলে প্রথমবার শারদ সম্মান প্রদানের ইভেন্টের আয়োজন করে এশিয়ানেট নিউজ বাংলা যে সাড়া পুজো কমিটিগুলির কাছ থেকে পেয়েছে তা অভাবনীয়। এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এ তিন শতাধিক পুজো কমিটি নাম লিখিয়েছে। এই বিপুল সংখ্যক পুজো কমিটি যেভাবে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-কে সফল করতে উদ্যোগী হয়েছে তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু, সেই সঙ্গে তাদের কাছে আমরা ক্ষমাও চাইছি যে এই বিশাল সংখ্যক পুজো কমিটি-কে শারদ সম্মানে ভূষিত করার মতো পরিস্থিতি আমাদের নেই। প্রত্যেকটি পুজোই তাঁদের চিন্তা-ভাবনা এবং পরিবেশনায় আমাদের চমকে দিয়েছেন। তবে, কেউ কেউ প্রতিযোগিতার নিয়মাবলি না মেনেই আবেদন করেছেন। তাতে আমাদের কাজটা একটু কঠিন হয়ে গেলেও আমরা কোনওভাবেই তাদের উপরে ক্ষুব্ধ নই। বরং, তাঁরা যে ভাবে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এর পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য সব পুজো কমিটি-কেই আমরা কুর্ণিশ জানাচ্ছি। 

Latest Videos

এশিয়ানেট নিউজ শারদ সম্মানে প্রথম বাছাই তালিকায় ১০০টি পুজো কমিটির নাম ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৫০টি পুজো কমিটি-কে। যারমধ্যে ২০টি পুজো থাকবে চূড়ান্ত লড়াইয়ে। ফাইনাল ফয়সালায় পুরষ্কৃত হবে ১১টি পুজো কমিটি। এর মধ্যে একটি পুজো হবে সেরা-র সেরা। এছাড়া ১০টি পুজো হবে কলকাতার সেরা। ওয়াইল্ড কার্ড এন্ট্রি-তে কয়েকটি পুজো পাবে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯ । একনজরে প্রথম ৫০-এ থাকা পুজো কমিটিগুলি। 

দক্ষিণ কলকাতা
---------------------- 
বেহালা বুড়ো শিবতলা
ঠাকুরপুকুর ক্লাব
 এস বি পার্ক ঠাকুরপুকুর
পাটুলি সর্বজনীন দুর্গোৎসব
বাঁশদ্রোণী একতা
গড়িয়া নব দুর্গা
যোধপুর পার্ক ৯৫ পল্লী
সন্তোষপুর লেক পল্লী
সমাজসেবী
নাকতলা উদয়ন
কেন্দুয়া শান্তি সংঘ
অজেয় সংহতি
রায়পুর ক্লাব
বাদামতলা আষাঢ় সংঘ
হিন্দুস্থান পার্ক সর্বজনীন
সন্তোষপুর ত্রিকোণ পার্ক
বাঘাযতীন তরুণ সংঘ
জয়শ্রী পার্ক উন্নয়ন সমিতি
রাজডাঙা নব উদয় সংঘ
বোসপুকুর শীতলা মন্দির
বকুল বাগান সর্বজনীন
হাজরাপার্ক দুর্গোৎসব
-------------------------- 
মধ্য কলকাতা
-------------------
বেলেঘাটা সন্ধানী
ওয়েলিংটন নাগরিক
চাউলপট্টি ন্যাশনাল স্পোর্টিং ক্লাব
--------------------------- 
উত্তর কলকাতা
--------------------- 
কাশীবোস লেন
মিতালি কাঁকুড়গাছি
টালা বারোয়ারী দুর্গোৎসব
চোরবাগান সর্বজনীন
নলীন সরকার স্ট্রীট সর্বজনীন
নেতাজী কলোনী লো ল্যান্ড
জগৎ মুখার্জী পার্ক
দমদম পার্ক ভারতচক্র
দমদম পার্ক তরুণ দল
শিকদার বাগান
আহেরিটোলা যুবকবৃন্দ
মানিকতলা চালতা বাগান
স্বপ্নার বাগান
মানসবার্গ স্পোর্টিং ক্লাব
হরিতকি বাগান
পোস্তা বাজার নাগরিক সমিতি
তেলেঙ্গা বাগান
হাতিবাগান সর্বজনিন
কুমোরটুলি সর্বজনীন
হাটখোলা গোঁসাই পাড়া
লালবাগান সর্বজনীন দুর্গোৎসব
লেক টাউন প্রগতি পল্লি
সম্মিলিত মালাপাড়া সর্বজনীন
দমদম মল পল্লী সর্বজনীন
চিনার পার্ক অধিবাসীবৃন্দ
------------------------------------------- 


 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি