শ্রাবণ মাসের লবঙ্গের প্রতিকার- শিবঠাকুরের আশীর্বাদে প্রচুর সম্পদের মালিক হতে পারেন

রান্নাঘরের একটি সামগ্রী রয়েছে, যা দিয়ে সহজেই শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়। তাঁর আশীর্বাদে সংসার যেমন সুখের হয় তেমনই অর্থকষ্ট দূর হয়।3 Simple Clove Remedies for Shravana sawan Financial problems will be removed Lord Shiva will be appeased

 

হিন্দুশাস্ত্র শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ভক্তিভরে শিবের পুজো করলে মহাদেশের আশীর্বাদ পাওয়া যায়। শিব ঠাকুরকে তুষ্ঠ করার অনেক উপায় রয়েছে। তবে শিব ঠাকুরকে তুষ্ট করার জন্য খুব বেশি সমস্যায় পড়তে হয় না। কারণ ভোলেবাবা অল্পতেই সন্তুষ্ট হন। রান্নাঘরের একটি সামগ্রী রয়েছে, যা দিয়ে সহজেই শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়। তাঁর আশীর্বাদে সংসার যেমন সুখের হয় তেমনই অর্থকষ্ট দূর হয়। রান্নাঘরের সেই সামগ্রীটি হল লবঙ্গ। রান্নায় স্বাদ বাড়ায়। যে কোনও মানুষকে সুস্থ রাখতেও লবঙ্গ অত্যান্ত জরুরি। কারণ লবঙ্গে সর্দিকাশী বা ব্যাথা উপসমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

শিবলিঙ্গ লবঙ্গ নিবেদন

Latest Videos

জ্যোতিষ শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে শিব পুজোর সঙ্গে লবঙ্গ দিয়ে পুজো করাই শ্রেয়। এটি আর্থিক সমস্যা সমাধান করে। শিব লিঙ্গে তিনটি লবঙ্গ দিন। বেলপালা উল্টো করে দেওয়ার সময় বেলপাতার ওপর লবঙ্গ রাখতে পারে। আবার শিবলঙ্গের নিচেও লবঙ্গ প্রদান করুন। এরই সঙ্গে একটি ঘিয়ের প্রদীপে দুটি লবঙ্গ দিয়ে তা জ্বালিয়ে দিন। তাতে ভগবান শিব তুষ্ট হবে। আর্থিক সমস্যা দূর হবে।

সংসারে শান্তি

দাম্পত্য কহল ও সংসারে অশান্ত থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাবণ মাসের প্রতিটি দিন ঘরের মধ্যে ৮টি লবঙ্গ পোড়াতো হবে। ঘরে যদি লবঙ্গ পোড়াতে না পারেন তাহলে ৮টি লবঙ্গ একটি বাটিতে করে ঘরের কোনায় রেখে দিন। এমন জায়গায় রাখুন যেখানে সহসা কারও নজর পড়ে না। তবে শ্রাবণ মাসের শিব পুজোর সময় ঘি দিয়ে দুটি শিব ঠাকুরের জন্য আর দুটি সংসারে শান্তি আনার জন্য পুড়িয়ে দেন। এতে কিন্তু আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। সংসারে শান্তি আসে।

আর্থিক সমস্যা সমাধান

আপনারর সংসারে আশান্তির জন্য প্রতিদিন নিয়মিত ৮টি লবঙ্গ পোড়াতে হবে। তাও আবার ঘরের মধ্যে। আপনার যদি মনে হয় আপনার সঙ্গী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে তাহলে তাকে প্রতিদিন চায়ের সঙ্গে মিশিয়ে একটি করে লবঙ্গ দিন। আর শিব ঠাকুরের নাম করবেন। তাতে বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে সঙ্গী বেরিয়ে আসবে। ঘরের মধ্যে লবঙ্গ পোড়াতে নেগেটিভ এনার্জিও দূর হয়।

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari