পাঁচটি গাছের সঙ্গে যোগ রয়েছে দেবতাদের, বৃক্ষপুজোয় কী করে আশীর্বাদ পাবেন তাঁদের

জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী গাছ গাছালির পুজো করাকেই প্রাচীন বিধান হিসেবে মনে নেওয়া হয়। এমনটাই বিশ্বাস করা হয় গাছের পুজে করলে জীবনে লড়াই অনেক কমে যায়। দেবতার আশীর্বাদ পাওয়া যায়। জীবন হয় সুখ আর সমৃদ্ধির।

 

হিন্দু শাস্ত্র প্রকৃতি পুজোর রীতি হয়েছে। মনে করা হয়ে শিবই হল প্রকৃতি। আর সেই কারণে হিন্দু শাস্ত্র গাছের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সনাতন ধর্মে গাছের পুজোর রীতিও ছিল। এখনও অনেক সময় গাছের পুজো করা হয়। মনে করা হয় এমন অনেক গাছ রয়েছে যেগুলি দেবতার আধার। জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী গাছ গাছালির পুজো করাকেই প্রাচীন বিধান হিসেবে মনে নেওয়া হয়। এমনটাই বিশ্বাস করা হয় গাছের পুজে করলে জীবনে লড়াই অনেক কমে যায়। দেবতার আশীর্বাদ পাওয়া যায়। জীবন হয় সুখ আর সমৃদ্ধির।

কতগুলি গাছ রয়েছে যেগুলি দেবতার সঙ্গে যোগ রয়েছে বলেও বিশ্বাস করা হয়।

Latest Videos

কলা গাছ

হিন্দুশাস্ত্র কলা গাছের বিশেষ ভূমিকা রয়েছে। এটি ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জালালে নারায়ণ আশীর্বাদ করেন। এটি বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করে। যাবে হাতে আসে প্রচুর পয়সা। কলা গাছের পুজো করলে বিষ্ণুর কৃপা পাওয়া যায়।

আমলকি ও তুলসী

ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়। তাই বাড়িতে তুলসী গাছ রাখা শুভ বলে মনে করা হয়। তুলসী পুজোর অর্থ হল মা লক্ষ্মীর পুজো। এতে বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওযা যায়। আমলকি গাছ স্বাস্থ্যের জন্য উপকারী। একাদশী তিথিতে আমলকি গাছের পুজো করা উচিৎ। তবে ভুলেই এই গাছ বাডিকে লাগাবেন না। আমলকি গাছে বিষ্ণু বাস করেন। নবমী তিথিতে আমলা গাছের বিশেষ পুজোর বিধান রয়েছে শাস্ত্রে।

বেল ও বট গাছ

ভগবান শিবের আধার হল বেল আর বট গাছ। বেলপত্র ভবগান শিবের প্রিয়। শিব পুজোয় বেল পাতা জরুরি। এতে ভগবান শিব প্রসন্ন হন। ভক্তদের আশীর্বাদ করেন। শিবলিঙ্গকে বেল গাছের নিচে রেখেও পুজো করা হয়। বট গাছের পুজো করলেও শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়।

লজ্জাবতী লতা

শনি দেবের আধার। এই গাছ বাড়িতে রাখলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। লজ্জাবতী লতার নিচে শনিবার সরিষার তেলার প্রদীপ জ্বালিয়ে শনিদেবের আরাধনা করলে দেবতা তুষ্ট হন আর আশীর্বাদ করেন। শনির আশীর্বাদে সুখ আর সমৃদ্ধি বৃদ্ধি পায়। জীবনে বাধা বিপত্তি কেটে যায়। বিশ্বাস করা হয় , বাড়িতে তুলসী আর লজ্জাবতী লতা গাছ রাখা হয় আর নিয়মিত পুজো করা হয় তাহলে সেই বাড়িতে সর্বদাই লক্ষ্মী বাস করেন। সাংসারে কোনও অমঙ্গল হয় না।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ