কালীপুজোর রাতে প্রদীপের আলোতেই ঘুরবে ভাগ্য, রইল প্রদীপ জ্বালানোর নিয়ম

Published : Oct 22, 2024, 09:20 PM ISTUpdated : Oct 22, 2024, 09:21 PM IST

কালীপুজো বা দীপাবলি রাতের প্রদীপ বা মোমের আলো জ্বালান হয়। কিন্তু কালীপুজোর রাতের ঘোর অমাবস্যায় প্রদীপের আলোতে আপনি বদলে ফেলতে পরেন আপনর ভাগ্য। 

PREV
110
কালীপুজো বা দ্বীপাবলীর রাত

হাজার হাজার আলো দিয়ে গোটা বাড়ি সাজান হয়। কেউ প্রদীপ দিয়ে বাড়ি সাজান। কেউ আবার মোমের আলো জ্বালেন। বর্তমানে ইলেকট্রিকের আলো দিয়ে বাড়ি সাজান হয়।

210
প্রদীপের আলোয়ে বদলাবে ভাগ্য

জ্য়োতিষ অনুযায়ী, কালীপুজোর রাতে প্রদীপের আলোতে বদলে যায় ভাগ্য। তবে তার জন্য রয়েছে অনেক বিধি নিয়ম।

310
প্রদীপ শুভ

জ্যোতিষ অনুযায়ী প্রদীপ জ্বালান শুভ। যে কোনও দিনই প্রদীপ জ্বালান শুভ। তবে কালীপুজোর রাতে প্রদীপ বা মোমবাতির আলোতে অশুভ শক্তির বিলীন হয়ে যায়।

410
কী প্রদীপ জ্বালবেন কোন কাজের জন্য

জ্যোতিষ অনুযায়ী একেক রকম প্রদীপ জ্বালালে একেক রকম উপকার পাওয়া যায়।

510
গাওয়া ঘিয়ের প্রদীপ

জ্যোতিষ অনুযায়ী তেলের থেকেও গাওয়া ঘিয়ের প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বাললে শুভ ফল পাওয়া যায়। এতে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়।

610
তেলের প্রদীপ

দ্বীপাবলির রাতে ঠাকুরের সামনে ব দেবী মূর্তির সামনে তেলের প্রদীপ জ্বালতে রাখতে পরেন। অখণ্ড প্রদীপ জ্বালা শুভ। এতে দেবী পজেটিভ এনার্জি বৃদ্ধি পায় বাড়িতে।

710
লবঙ্গ

কালীপুজোর রতে প্রদীপের মধ্যে রেখে দিন একটি লবঙ্গ। লবঙ্গের ধোঁয়া অত্যন্ত শুভ। এতে নেগেটিভ এনর্জি দূর হয়।

810
তিলের তেল

তিলের তেলের প্রদীপ জ্বালতে পারেন। এতে আকটে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়।

910
সর্ষের তেলের প্রদীপ

কালীপুজোর রাতে সর্ষের তেলের প্রদীপ জ্বাললে শনির দশা কেটে যায়।

1010
পঞ্চ প্রদীপ

দ্বীপাবলির রাতে ঠাকুর ঘরে অবশ্যই পঞ্চপ্রদীপ জ্বালুন। এতে পরিবারের সদস্যদের উন্নতি ও আর্থিক সমৃদ্ধি হয়।

click me!

Recommended Stories