
Durga Puja 2025: পুজোর সময় কমবেশি গয়না অনেকেই পড়েন। ষষ্ঠীর দিন হোক বা অষ্টমী বা দশমী এই দিনগুলিতে সাবেকি গয়না এবং সাবেকি সাজে সজ্জিত হয়ে বাড়ির পূজো বা পড়ার মন্ডপে মহিলাদের দেখা যায়। শাড়ির সাথে বা সাবেকি সাজের সাথে যদি একটু গয়না না পড়া হয় সেটা মানানসই লাগে না বা পূজোর মধ্যেও বাড়িতে হলেও এই পাঁচটা দিন অনেকেই গয়না পড়তে ভালোবাসেন।
আসলে সারা বছর ব্যস্ততার মধ্যে সেই ভাবে তো পড়া হয়ে ওঠে না অনেকেরই। কিন্তু গয়না পড়ার সময় দীর্ঘদিন বন্ধ করে রাখা গয়নাগুলি যখন আপনি আলমারি থেকে বার করেন বা লকার থেকে বার করা হয় তখন দেখা যায় গয়নার চমক অনেকটাই কমে গেছে। সেই চমক ফেরাতে অনেকে সাবান বা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে থাকেন। কিন্তু এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে যেগুলির দ্বারা আপনারা আপনাদের সাধের গয়নাগুলি পড়ার আগে ভালো করে পরিষ্কার করে তার জেল্লা ফিরিয়ে আনতে পারেন। আসুন দেখা যাক কি কি উপায় সেটা করা সম্ভব!
১) সাবানের পরিবর্তে রিঠা ব্যবহার করে দেখুন। দোকান থেকে কিছুটা রিঠা কিনে এনে তা আগুনে পুড়িয়ে নিন। তাতে রিঠা থেকে কষ বেরিয়ে আসবে। এ বার বেশ কিছুটা জলে সেই রিঠা ভিজিয়ে রাখতে হবে। সেই জলেই কিছু ক্ষণ পরে নিজের সব গয়না ভিজিয়ে দিন। তার পরে গয়না ভেজানো জল আগুনে বসিয়ে সামান্য গরম করে নিন। তার পরে একটি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন নিজের গয়না। একেবারে নতুনের মতো ঝলমল করবে পছন্দের গলার হার, কানের দুল।
২) এ ছাড়াও সোনার গয়না পরিষ্কার করতে হলুদও ব্যবহার করতে পারেন। ফুটন্ত জলে বেকিং সোডা দিয়ে সোনার গয়নাগুলি মিনিটখানেক ফুটিয়ে নিন। এ বার একটি পাত্রে দু’চামচ হলুদ নিয়ে সামান্য জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার মিশ্রণটি সোনার গয়নার গায়ে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক পর ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে নিন। ঠান্ডা জলে ধুয়ে ভাল করে শুকনো করে নিলেই চকচকে হয়ে যাবে সোনার গয়না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।