Dhanteras 2024: ধনতেরাসের দিনের জন্য রইল ৫টি ঝাড়ুর প্রতিকার, হবেই লক্ষ্মীলাভ

ভারতে ধনতেরাসে ঝাড়ু কেনার একটি প্রথা আছে। ধনতেরাসে ঘরে ঝাড়ু কেনার ফলে আর্থিক অবস্থার উন্নতি হয় বলে মনে করা হয়। ধনতেরাসে ঝাড়ুর কোন কোন উপায় করলে লক্ষ্মীর কৃপা লাভ করা যায় তা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক...

ধনতেরাস ২০২৪ ঝাড়ুর উপায় : হিন্দু ধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। দীপাবলি উৎসব সারা ভারতে ধুমধাম করে পালন করা হয়। দীপাবলি উৎসবের সূচনা হয় ধনতেরাস থেকে। এই দিন দেবী লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয়। মনে করা হয়, দেবী লক্ষ্মী প্রসন্ন হলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। এই কারণেই ধনতেরাসের দিন কিছু বিশেষ উপায়ে ধনলাভ করা সম্ভব।

প্রথম উপায়
ধনতেরাসে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে নতুন ঝাড়ু কিনুন। এই ঝাড়ুটি কোনো অভাবী ব্যক্তিকে দান করুন। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন। মনে করা হয়, এই উপায় করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। এছাড়াও ঘরের নেতিবাচক শক্তি দূর হয়।

Latest Videos

দ্বিতীয় উপায়
ধনতেরাসে নতুন ঝাড়ু কেনার পর পুরনো ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কেউ পাবেন না। এতে দেবী লক্ষ্মী ঘরে বাস করেন। এছাড়াও বিঘ্নিত কাজ সম্পন্ন হয়।

তৃতীয় উপায়
ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনার একটি প্রাচীন প্রথা আছে। ধনতেরাসে সোনা, রূপা অথবা তামা দিয়ে তৈরি ঝাড়ু দেবী লক্ষ্মীকে উৎসর্গ করুন। এরপর ঝাড়ুটি লাল কাপড়ে মুড়ে তিজোরিতে রাখুন। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে।

চতুর্থ উপায়
নতুন ঝাড়ু কেনার পর পুরনো ঝাড়ু ফেলে দেবেন না। এটি অশুভ বলে মনে করা হয়। পুরনো ঝাড়ু হোলি, অমাবস্যা অথবা শনিবার ফেলে দেওয়া উচিত।

পঞ্চম উপায়
ধনতেরাসে সকালে স্নানের পর ঘরের আবর্জনা বাইরে ফেলুন। এটি শুভ বলে মনে করা হয়। আবর্জনা বাইরে ফেলার পর ঘরে গঙ্গাজল ছিটিয়ে কর্পূর জ্বালিয়ে ঝাড়ুর উপর ঘোরান। এই উপায়ে ঘরের কোনো অসুস্থ ব্যক্তি শীঘ্র সুস্থ হন বলে মনে করা হয়। 

(বিশেষ দ্রব্যষ্ট : এই লেখার মাধ্যমে কেবলমাত্র তথ্য প্রদান করা হয়েছে। এ বিষয়ে Asianet News কোনো দাবি বা সমর্থন করে না। এ ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

আরও পড়ুন : 

 

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari