ধনতেরাসে এই তিনটি জিনিস কিনলেই মিলবে সৌভাগ্য! ২৯ অক্টোবর অবশ্যই মনে রাখবেন এগুলি

Published : Oct 27, 2024, 04:44 PM ISTUpdated : Oct 27, 2024, 04:45 PM IST

Dhanteras 2024 কিছু কিনুন বা না কিনুন, কেবল তিনটি জিনিস কিনলেই লক্ষ্মীদেবীর কৃপা লাভ হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। চলুন দেখে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি কি… 

PREV
15
দীপাবলি উৎসব পাঁচদিন ধরে পালিত হয়। ধনতেরাস দিয়ে শুরু। অনেকে লক্ষ্মীর পূজা করেন। সোনা, রূপা কিনলে লক্ষ্মী আসেন। তিনটি জিনিস কিনলে সৌভাগ্য আসে।
25
ধনতেরাসে নতুন ঝাড়ু কিনতে হবে। হিন্দু শাস্ত্রে ঝাড়ু লক্ষ্মীর প্রতীক। ঝাড়ু কিনলে সৌভাগ্য আসে, আর্থিক সমস্যা দূর হয়।
35

ধনতেরাসে ঝাড়ুর পাশাপাশি নুন ও ধনে কিনলে আর্থিক সমস্যা থাকে না। ধন-ধন্যে পরিপূর্ণ থাকে ঘর।

45
নুন ও ধনে কিনলে মঙ্গল হয়, সৌভাগ্য লাভ হয় এবং কুবেরের আশীর্বাদ লাভ হয়। কুবেরের আশীর্বাদ পেলে ধন সম্পদের অভাব হয় না।
55

ধনতেরাসে পিতলের জিনিসপত্র কিনলে ১৩ গুণ বেশি সৌভাগ্য লাভ হয় এবং মনের আশা পূর্ণ হয়।

click me!

Recommended Stories