মাংস খাওয়ার স্বপ্ন দেখলে হাতে আসে প্রচুর টাকা, কিন্তু মাংসের এই স্পপ্নগুলি খুবই খারাপ

স্বপ্ন ঘুমের মধ্য আমরা অবচেতন মনে যা কিছু দেখি সেটাই হল স্বপ্ন। অনেক সময় স্বপ্ন মনে থাকে অনেক সময় আবার স্বপ্ন মনে থাকে না। মাংসের স্বপ্ন খুবই ভাল। কিন্তু খারাপও রয়েছে।

 

Saborni Mitra | Published : Jul 31, 2023 5:41 PM IST

হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বপ্নের গুরুত্ব যে কোনও মানুষের জীবনে অনেক। প্রত্যেকটি স্বপ্নের মানে রয়েছে, প্রভাব রয়েছে মানুষের জীবনে। তবে স্বপ্ন দেখে যদি আপনি ভুলে যান তাহলে তাহলে সেই স্বপ্নের কোনও মানে থাকে না। তবে সেই স্বপ্ন যদি মনে থাকলে তাহলে তার প্রভাব যে কোনও মানুষের ওপর পড়তে পারে। তেমনই বলেছে স্বপ্ন-শাস্ত্র।

স্বপ্ন-শাস্ত্র অনুযায়ী মাংসের স্বপ্ন দেখা অনেক সময় শুভ অনেক অনেক সময় অশুভ হয়ে থাকে। যাইহোক আসুন জেনেনি কোন ধরনের স্বপ্ন দেখলে কী প্রতিকার রয়েছে।

Latest Videos

১. আপনি যদি রান্না করা সুস্বাদু মাংস তরিয়ে তরিয়ে খাওয়ার স্বপ্ন দেখেন তাহলে স্বপ্নশাস্ত্র অনুযায়ী আপনার জীবনে সুসময় আসছে। কর্মজীবনে উন্নতি হবে। আর্থিক সমস্যা দূর হবে। দীর্ঘ দিনের আটকে থাকা অসম্পূর্ণ কাজও দ্রুত সম্পন্ন করতে পারবেন।

২. তবে স্বপ্নে যদি কাঁচা মাংস বা পচা মাংসের স্বপ্ন দেখন তাহলে সাবধান হয়ে যান। এটি মোটেও শুভ নয়। এজাতীয় স্বপ্ন দেখলে সকালেই যে কোনও মন্দিরে পুজো দিয়ে দিন।

৩. কাঁচা মাংস খাবার স্বপ্ন মোটেও শুভ নয়। তাহলে বুঝতে হবে জীবনে খুব তাড়াতাড়ি কোনও বড় বাধা আসছে। দুর্ঘটনা বা ক্ষতি হতে পারে আপনার বা আপনার প্রিয় জনের।

৪. স্বপ্নে যদি পচা মাংস খেতে দেখেন তাহলে তাও শুভ নয়। এর অর্থ হল অতীতে কোনও অশুভ ছায়া আপনার জীবনে পড়তে পারে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসেবে সকালে আপনি ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন। বিপদ দূর করতে গরীব মানুষকে খাওয়াতে পারেন।

৫. স্বপ্নে মাংস কাটার অর্থ হল সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। প্রিয় জনকে কারও সঙ্গে ভাগ করে নেওয়ার মত পরিস্থিতিও তৈরি হতে পারে।

৬. পরিবারের সঙ্গে একটেবিলে বা একসঙ্গে বলে মাংস খাওবার স্বপ্ন দেখা খুহই শুভ। এক অর্থ আপনার হাতে অনেক টাকা আসার মত পরিস্থিতি তৈরি হবে। যা আপনাকে আর্থিক সমস্যা মেটাতে পারে।

স্বপ্ন ঘুমের মধ্য আমরা অবচেতন মনে যা কিছু দেখি সেটাই হল স্বপ্ন। অনেক সময় স্বপ্ন মনে থাকে অনেক সময় আবার স্বপ্ন মনে থাকে না। কিন্তু স্বপ্নের অনেক মানে রয়েছে। অনেক বিশেষজ্ঞ জ্য়োতিষবীদ বলে থাকেন যে রাতে যে স্বপ্ন দেখা হয় তা যদি ঘুম থেকে উঠে মনে না থাকে তাহলে সেই স্বপ্নের কোনও মানে হয় না। অনেকে আবার মনে করেন ছোট ও বড় স্বপ্নের মধ্যে ফারাক রয়েছে। যাইহোক জ্যোতিষবীদদের মতে মধ্যরাতের স্বপ্ন সাত থেকে আট মাসের মধ্যেই সফল হয়। সূর্যোদয়ের আগে দেখা স্বপ্ন তিন থেকে ছয় মাসের মধ্যে সফল হয়। সূর্যোদয়ের সময় দেখা স্বপ্ন কিন্তু খুব দ্রুত সফল হয়। সকালে দেখা স্বপ্ন খুব ভাল ফল দেয়। কিন্তু তারও আবার শর্ত রয়েছে। যদি স্বপ্ন দেখা যায় এবং মনের মধ্যে স্বপ্নের বিরুদ্ধে চিন্তার উদয় হয়, তবে স্বপ্নও ফল দেওয়া বন্ধ করে দেয়।

 

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul