Durga Puja 2025: জমজমাট আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো, উপস্থিত অভিনেতা অরিন্দম গাঙ্গুলি

Published : Aug 10, 2025, 11:14 PM ISTUpdated : Aug 11, 2025, 12:15 AM IST

Durga Puja 2025: আর মাত্র কয়েকদিন। তারপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার আগেই ১০ অগাস্ট, রবিবার সকালে খুঁটি পুজো হয়ে গেল আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসবের (Durga Puja News)। 

PREV
17
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো

উমা আসছেন। বাকি মাত্র কয়েকদিন। তারপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার আগেই ১০ অগাস্ট, রবিবার সকালে খুঁটি পুজো হয়ে গেল আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসবের। এই খুঁটি পুজোর কিন্তু বিশেষ ঐতিহ্যও রয়েছে। তাই প্রত্যেকটি ক্লাবে খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা হয়ে থাকে (durga puja 2025 schedule)। 

27
সামাজিক উৎসবে ক্লাবের সঙ্গে শামিল

আর সেই রীতি মেনে ১০ অগাস্ট, অর্থাৎ রবিবার সকালে আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। এদিন সকালে বেশ জাঁকজমকপূর্ণভাবেই সংগঠকরা এই কর্মযজ্ঞের আয়োজন করেন। সবথেকে বড় বিষয়, অঞ্চলের বহু মানুষই এই সামাজিক উৎসবে ক্লাবের সঙ্গে শামিল হয়ে থাকেন (durga puja 2025 countdown)। 

37
আট থেকে আশি সকলেই হাজির

সকাল সকাল রবিবার, ঢাকের আওয়াজে যেন পুজো পুজো আমেজ ধরা পড়ল। আর সঙ্গে চলতে থাকল পুরোহিতের মন্ত্র। এদিন ক্লাবের সঙ্গে যুক্ত মহিলারাও অতি উৎসাহের সঙ্গে পুজোর কাজ করতে থাকেন। এই পুজো এবার ৮৯ তম বর্ষে পা দিতে চলেছে। অন্যদিকে, আট থেকে আশি সকলেই হাজির ছিলেন খুঁটি পুজোর সকালে। 

47
জনপ্রিয় অভিনেতা অরিন্দম গাঙ্গুলি

এমনকি, এই গুরুত্বপূর্ণ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা অরিন্দম গাঙ্গুলি। তিনি এসে সংগঠকদের উৎসাহ দেন এবং কথা বলেন বাকিদের সঙ্গেও। 

57
২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রসঙ্গত, এবার মহালয়া আগামী ২১ সেপ্টেম্বর। এরপর মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং দশমী ২ অক্টোবর। এই হচ্ছে ২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। 

67
ঐতিহ্যকে মাথায় রেখে

আর ঠিক তার আগেই ১০ অগাস্ট, রবিবার সকালে খুঁটি পুজো হয়ে গেল আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসবের। প্রত্যেকটি ক্লাবের মতো, ঐতিহ্যকে মাথায় রেখেই তারা এই খুঁটি পুজোর আয়োজন করেন। 

77
ডিজিটাল মিডিয়া পার্টনার এশিয়ানেট নিউজ বাংলা

দুর্গাপুজোর সমস্ত আপডেট এবার সবার আগে শুধু এশিয়ানেট নিউজ বাংলায়। কারণ, আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসবের ডিজিটাল মিডিয়া পার্টনার হল এশিয়ানেট নিউজ বাংলা। তাই অবশ্যই চোখ রাখুন এবং ঝটপট আপডেট পেতে থাকুন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories