Durga Puja: মহালয়া থেকে দশমী- দুর্গা পুজোর ১০ দিন এই কাজগুলি করলে দেবীর আশীর্বাদ পাবেন

দেবী দুর্গা হলেন আদি শক্তির রূপ। তাই দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার অর্থ মহাদেবে আশীর্বাদ পাওয়া।

 

মহালয়া অর্থাৎ দেবীপক্ষ থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজো। দেবীপক্ষ চলে বিজয় দশমী পর্যন্ত। হিন্দু শাস্ত্র অনুয়ায়ী এই সময়টা ুবই গুরুত্বপূর্ণ। এই সময় দেবী দুর্গা বা মা চণ্ডীর আর্শীবাদ খুব সহজেই পাওয়া যায়। দেবী দুর্গা হলেন আদি শক্তির রূপ। তাই দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার অর্থ মহাদেবে আশীর্বাদ পাওয়া। কিন্তু এই সময় কিছু সাধারণ কাজ রয়েছে যেগুলি করলে মা দুর্গা কুপিত হন। কিছু কাজ রয়েছে যেগুলি মেনে চললে সহজেই মা তুষ্ট হন। আসুন জেনেনি কী সেই কাজগুলি।

মহালয়া থেকে দশমী অর্থায় ১০ দিন কী কী করবেন আর কী কী করবেন না -

Latest Videos

মহালয়া থেকে দশমী পর্যন্ত নিয়মিত মহিষাসুরমর্দিনীর স্তোত্র পাঠ করুন। বছরের অন্য সময়টাও করতে পারে। কিন্তু এই সময়টা এই স্তোত্রের ওপর জোর দিন ।

মহালয়া থেকে বিজয় দশমী আদি শক্তির আরাধনা সকাল আর সন্ধ্যে করুন। নিয়মিত ঘরে প্রদীপ আর ধূপ জ্বালুন। দেবী দুর্গার মূর্তি না থাকলেই মায়ের আরাধনা করতে পারেন।

মহালয়া থেকে বিজয় দশমী ঘর পরিচ্ছন্ন রাখুন। রান্নাঘর আর ঠাকুরের স্থান খুব সুন্দর করে সাজিয়ে রাখুন।

মহালয়া থেকে বিজয় দশমী এই ১০ দিন সাধারণত নিরামিষ খাবার বাড়িতে আনুন। আমিষ খাবার এড়িয়ে চলাই শ্রেয়।

মহালয়া থেকে বিজয় দশমী ১০ দিন চুল ও নখ কাটবেন না। তাহলে দেবীর কোপে পড়তে পারেন।

১০ দিনের জন্য চামড়ার সামগ্রী ব্যবহার করবেন না।

১০ দিন পরিবারের সকলে মিলেমিশে থাকুন। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।

পুজোর সময় নিজেকে পরিচ্ছন্ন রাখুন।

পুজোর দিনগুলিতে পরিবারের সঙ্গে কাটান। পরিবারের সকলে একসঙ্গে পুজো করলে দেবী আরও বেশি তুষ্ট হয়ে আর্শীবাদ করবেন।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today