উপছে পড়বে ধনরত্ন! সারা বছর বিন্দুমাত্র হাত খালি থাকবে না, ধনতেরাসের এই সময়ে শুধু এই কাজ করুন

উপছে পড়বে ধনরত্ন! সারা বছর বিন্দুমাত্র হাত খালি থাকবে না, ধনতেরাসের এই সময়ে শুধু এই কাজ করুন

Anulekha Kar | Published : Oct 29, 2024 4:15 AM IST
18

ধনতেরসের দিন এই সময়ে সোনাদানা কিনলেই সারা বছর আর দেখা দেবে না অর্থাভাব। আসুন জেনে নেওয়া যাক ঠিক কোন সময়ে জমি, বাড়ি বা সম্পত্তি কিনবেন।

28

দীপাবলির শুরু হয় মূলত ধনতেরাস থেকেই। জোর কদমে চলে উৎসবের প্রস্তুতি।

38

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই দিনে ধন-সম্পদ লাভের জন্য ভগবান কুবের ও ধন্বন্তরীর পুজো করার প্রথা রয়েছে।

48

হিন্দু ধর্ম অনুযায়ী এই বিশেষ দিনে সোনা, গাড়ি, সম্পত্তি, বাড়ি কেনা অত্যন্ত শুভ কিন্তু ঠিক কোন সময়ে কিনবেন তা জেনে নিতে হবে।

58

এই উৎসবকে ধনত্রয়োদশীও বলে। এই বছর ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২৯ অক্টোবর। সকাল ১০ টা ৩১ মিনিট।

68

এই শুভ সময় শেষ হবে দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ। তাই ধনতেরাসের পুজো ওই সময়ের মধ্যেই করতে হবে।

78

সোনাদানা বা বাড়ি, সম্পত্তি কেনার ক্ষেত্রে ২৯ অক্টোবর সকাল ১০টা ৩১ মিনিট থেকে শুরু করে ৩০ অক্টোবর ৬টা ৩২ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে। এই সময় ধাতু বা সম্পত্তি কিনলে উপছে পড়বে টাকা।

88

ধনতেরাসে সোনা, রুপা, পিতল, ব্রোঞ্জ জাতীয় ধাতু কিনতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos