পুরাণ অনুযায়ী রবিবার সূর্যদেবের আরাধনা করলে মনের সব ইচ্ছে দূর হয়। কাজে বাধা পার করা যায়। যে কোনও কাজে সাফল্য পাওয়া যায়। আর জীবনে মান-সম্মান আর জীবনে কখনও ঐশ্বর্যের অভাব হয় না।
ভগবান সূর্যের আশীর্বাদে পুরণ সব মনের সব ইচ্ছে। রবিবার সূর্য পুজো করার উপযুক্ত দিন। রবিবার দিনটাই হল সূর্যের। সূর্যের আশীর্বাদ আমরা সকলেই পাই। কারণ সূর্যদেব না থাকলে পৃথিবী থাকত না। সূর্যের কৃপায় শুধু বেঁচে থাকাই নয় সুস্থ থাকা আর সুন্দর থাকাও সম্ভব হয়। তবে সূর্যের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য রবিবারে সূর্য পুজোর কতগুলি নিয়ম রয়েছে। সেগুলি মেনে চলা জরুরি।
পুরাণ অনুযায়ী রবিবার সূর্যদেবের আরাধনা করলে মনের সব ইচ্ছে দূর হয়। কাজে বাধা পার করা যায়। যে কোনও কাজে সাফল্য পাওয়া যায়। আর জীবনে মান-সম্মান আর জীবনে কখনও ঐশ্বর্যের অভাব হয় না।
রবিবার সূর্য পুজোর ১০টি নিয়মঃ
রবিবার সূর্য পুজো যদি করতেই হয় তাহলে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে।
২. সূর্যদয়ের আগেই শুদ্ধ হয়ে নিন। অর্থাৎ স্নান করে পরিচ্ছন্ন পোষাক পরে তৈরি হয়ে নিতে হবে।
৩. সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেবতাকে জল অর্পণ করুন।
৪. ভক্তিভরে সূর্যের নাম স্তোত্র করুন। এটি পাঠ করলে দ্রুত সূর্যের আশীর্বাদ পাওয়া যায়।
৫. সূর্য দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য রবিবার উপবাস করা ভাল। যদি তা না সম্ভব হয় সপ্তাহে একটি দিন তেল নুন ছাড়া নিরামিশ খাবার খান।
৬. রবিবার উপাসনার সময় সূর্যের সাধকদের উচিৎ ব্রহ্মচর্য পালন করা।
৭. সূর্যের আশীর্বাদ পেতে রবিবার শ্রীখণ্ড, চন্দন আর রক্ত চন্দনের তিলক লাগান জরুরি।
৮. রাশিতে যদি সূর্যের অশুভ ফল থাকে তাহলে তামার মুদ্রায় একটি ফুঁটো করে লাল সুতো গিয়ে গলায় পরুন।
৯. জ্যোতিষ অনুযায়ী রবিবার গম তামা ঘি সোনা দান করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায়।
১০. সূর্য পুজোর সময় সর্বদা হলুদ বা লাল রঙের পোশাক পরুন। তাহলে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া সহজ হয়ে যায়। এই দুটি সূর্যের প্রিয় রঙ। দেবতা সাদা রঙও পছন্দ করেন। সাদা পোশাকও পরতে পারেন।