চিরকালের মতো ঋণ মুক্ত করতে পারে শ্রাবণ মাসের বৃষ্টির জল! ঘোচায় অর্থাভাবও, পবিত্র এই জলের মহিমা জানেন না অনেকেই
শ্রাবণ মাস হল শিবের মাস। এই মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জানলে অবাক হবেন এই মাসের বৃষ্টির জলেও প্রচুর মাহাত্ম রয়েছে। এই মাসের বৃষ্টির ধরে রাখলে নাকি নানা উপাচারে ব্যবহার করলে খুশি হন মহাদেব।
গত ২২ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। পুরো মাস জুড়ে বৃষ্টির জলের এই উপাচার করা যাবে।
আসুন জেনে নেওয়া যাক উপাচারগুলি কী কী?
প্রথমে বৃষ্টির জল একটি পাত্রে ধরে রাখতে হবে। এবার এই জল শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় ঢালুন। সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র বলতে হবে। কথিত আছে শ্রাবণ মাসের বৃষ্টির জলে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে স্নান করলে চিরকালের মতো ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়।
এ ছাড়া ব্যবসায় আয় উন্নতি আনতেও কাজে লাগে শ্রাবণ মাসের বৃষ্টির জল। এর জন্য একটি তামার পাত্রে বৃষ্টির জল সংরক্ষণ করে সেই জল লক্ষ্মীর পায়ে অর্পণ করতে হবে। এ ছা়ড়া আর্থিক স্বচ্ছলতা আনতে একটি পাত্রে বৃষ্টির জল ধরে তা ছাদে রেখে দিতে পারেন। মাটির পাত্রে জল ধরে উত্তর দিকে রেখে দিন। বাড়ি থেকে যখনই বের হবেন ছাদে গিয়ে ওই ভরা পাত্র দেখে বের হবেন।
পুরাণ মতে শ্রাবণ মাসে ভগবান শিবের জন্ম হয়েছিল। এই সময়ে বৃষ্টি আসে প্রতিবছর। তাই এই বৃষ্টির জলকে ভীষণ পবিত্র বলে মনে করা হয়।