চলতি বছরে মহালয়া কবে? কবে থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো? রইল আগামী ৩ বছরের শারদোৎসবের নির্ঘন্ট

Published : Aug 01, 2025, 10:43 AM ISTUpdated : Aug 01, 2025, 10:46 AM IST
Durga Puja

সংক্ষিপ্ত

আগামী তিন বছরের দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো সহ অন্যান্য পুজোর দিনক্ষণ জেনে নিন। ২০২৫ সালে মহালয়া পড়ছে ২১ সেপ্টেম্বর, ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর এবং বিজয়া দশমী ২ অক্টোবর।

হাতে আর দেড় মাস মতো বাকি। তারপরই মা দুর্গা আসবেন মর্ত্যে। এবছর সেপ্টেম্বরের শেষ দিকে পড়েছে দুর্গাপুজো। সারা বছর এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি বাঙালির আবেগ। পরিবারিক মিলন এবং সংস্কৃতির ঐতিহ্য জড়িয়ে আছে। জেনে নিন ২০২৫ কবে থেকে শুরু হচ্ছে পুজো? রইল আগামী ৩ বছরের দুর্গাপুজো, কালীপুজো এবং অন্যান্য পুজোর তারিখ।

২০২৫ সালের পুজোর নির্ঘন্ট-

২০২৫ সালে মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর রবিবার। পিতৃপক্ষের অবসাব ও দেবী পক্ষের সূচনা হবে এই দিন। তারপর ষষ্ঠী শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। দুর্গাপুজোর সপ্তমী ২৯ সেপ্টেম্বর, অষ্টমী পড়েছে ৩০ সেপ্টেম্বর, নবমী ১ অক্টোবর এবং বিজয় দশমী ২ অক্টোবর। তেমনই লক্ষ্মীপুজো ৬ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর।

২০২৬ সালের পুজোর নির্ঘন্ট-

২০২৬ সালে মহালয়া পড়েছে ১০ অক্টোবর। পিতৃপক্ষের অবসাব ও দেবী পক্ষের সূচনা হবে এই দিন। তারপর ষষ্ঠী শুরু হবে ১৭ অক্টোবর থেকে। দুর্গাপুজোর সপ্তমী ১৮ অক্টোবর, অষ্টমী পড়েছে ১৯ অক্টোবর, নবমী ২০ অক্টোবর এবং বিজয় দশমী ২১ অক্টোবর। তেমনই লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর। কালীপুজো পড়েছে ৮ নভেম্বর।

২০২৭ সালের পুজোর নির্ঘন্ট-

২০২৬ সালে মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর। পিতৃপক্ষের অবসাব ও দেবী পক্ষের সূচনা হবে এই দিন। তারপর ষষ্ঠী শুরু হবে ৫ অক্টোবর থেকে। দুর্গাপুজোর সপ্তমী ৬ অক্টোবর, অষ্টমী পড়েছে ৭ এবং ৮ অক্টোবর, নবমী ৯ অক্টোবর এবং বিজয় দশমী ১০ অক্টোবর। তেমনই লক্ষ্মীপুজো ১৪ অক্টোবর। কালীপুজো পড়েছে ২৮ নভেম্বর।

২০২৮ সালের পুজোর নির্ঘন্ট-

২০২৫ সালে মহালয়া পড়েছে ১৮ সেপ্টেম্বর। পিতৃপক্ষের অবসাব ও দেবী পক্ষের সূচনা হবে এই দিন। তারপর ষষ্ঠী শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। দুর্গাপুজোর সপ্তমী ২৫ সেপ্টেম্বর, অষ্টমী পড়েছে ২৬ সেপ্টেম্বর, নবমী ২৭ সেপ্টেম্বর এবং বিজয় দশমী ২৮ সেপ্টেম্বর। তেমনই লক্ষ্মীপুজো ২ অক্টোবর। কালীপুজো পড়েছে ১৭ অক্টোবর।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা