ভুলেও অন্যের এই ৫টি জিনিস ব্যবহার করবেন না, দুর্ভাগ্যে হয়ে যেতে পারে জীবন ছারখার

Published : Oct 26, 2025, 07:52 PM IST
Positivity Vastu Remedies

সংক্ষিপ্ত

বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের জিনিস ব্যবহার করলে ব্যক্তির মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। তাঁদের জীবনে সমস্যা আসতে পারে। হতে পারে ঝামেলা। জড়িয়ে পড়তে পারেন বিবাদে।

বড়দের থেকে আপনি হয়তো শুনে থাকবেন অন্যের জিনিস ব্যবহার করা উচিত নয়। বাস্তুশাস্ত্রে এমনই কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের জিনিস ব্যবহার করলে ব্যক্তির মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। তাঁদের জীবনে সমস্যা আসতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের কোন কোন জিনিস ব্যবহার করতে নেই। জামাকাপড় হোক বা ঘড়ি-জুতো যাই হয়ে থাক না কেন, টা ব্যব9হার করতে নেই। বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যেস মোটেও ভালো নয়। বরং হঠাৎ করেই আপনার উন্নতির পথ রুদ্ধ হতে পারে। অশুভ শক্তির আঁতাতে নষ্ট হতে পারে ব্যক্তিগত জীবন।

রুমাল - বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের ব্যবহৃত রুমাল নিজের কাছে রাখলে সম্পর্কে বাধা আসে। তার ফলে দু'জনের মধ্যে ঝগড়া-বিবাদও হতে পারে। তাই অন্যের রুমাল নিজের কাছে রাখা একদমই উচিত নয়।

ঘড়ি - বাস্তুশাস্ত্র অনুযায়ী,ঘড়ির ইতিবাচক এবং নেতিবাচক দু'রকম প্রভাবই রয়েছে। অন্যের ঘড়ি ব্যবহার হওয়ার বিষয়টি অশুভ বলে মনে করা হয়। অন্যের ঘড়ি ব্যবহার করার ফলে নিজের খারাপ সময় শুরু হয়ে যায়।

আংটি - বাস্তু অনুযায়ী, অন্যের আংটি ব্যবহার করার বিষয়টি অশুভ বলে বিবেচনা করা হয়। অন্যের আংটি ব্যবহার করার ফলে কোনও ব্যক্তির জীবনে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

৪) পেন : ব্যাঙ্কে হোক বা পোস্ট অফিসে। কোনও দরকারি কাজে গেলে অনেকসময় কলম নিয়ে যেতে ভুলে যান অনেকেই। সেক্ষেত্রে ধার করা ছাড়া কোনও উপায় থাকে না। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, অন্যের কলম নিজের কাছে রাখলে কেরিয়ার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই ভুলেও অন্যের ব্যবহার করা কলম বাড়িতে তুলবেন না।

৫) অন্যের বিছানা: কারোর বাড়িতে গিয়েছেন? তাঁর ব্যবহার করা বিছানায় ভুলেও শোবেন না। বাস্তুশাস্ত্র বলছে, এতে আর্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। এমনকী বাড়তে পারে মানসিক উদ্বেগও।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জানেন কী ভগবান বিষ্ণুর কত জন কন্যা, কী তাদের নাম? জানুন এই অজানা তথ্য
২০২৬ সালে ১৩ মাসে বছর! ৬০ দিনে শেষ হবে এই মাস! জানুন এর তাৎপর্য ও গুরুত্ব