রাস্তার ধারে টাকা পড়ে থাকলে, তা কুড়িয়ে নেওয়া কি শুভ? আপনার সঙ্গে কী ঘটতে পারে জানেন?

Published : Apr 13, 2025, 06:39 PM IST

রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে কোনো কয়েন বা নোট পেলে আপনি কী করবেন? অনেকেই তুলে পকেটে রাখেন। এমন করলে আপনার জীবনে কী ঘটতে পারে, আসুন জেনে নেওয়া যাক।  

PREV
110

সাধারণত রাস্তায় হাঁটার সময় এখানে সেখানে খুচরা পয়সা দেখা যায়। কেউ কেউ তো আবার নোটও ফেলে দেন। 

210

এভাবে পাওয়া টাকা কেউ কেউ সঙ্গে সঙ্গেই তুলে পকেটে রাখেন। আবার কেউ কেউ ভাবেন তুলবেন কিনা, ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে দেখেন অন্য কেউ তুলে নিয়েছে। 

310

এমনটা আমাদের অনেকের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু রাস্তায় টাকা পাওয়া কি সত্যিই ভাগ্যের লক্ষণ? নাকি ভবিষ্যতে ঘটতে চলা কোনো ঘটনার ইঙ্গিত? 

410

এই বিষয়ে জ্যোতিষ পণ্ডিতরা কী বলছেন, আসুন জেনে নেওয়া যাক। সাধারণত রাস্তায় টাকা পেলে জ্যোতিষ পণ্ডিতরা বলেন এটি ভাগ্যের ইঙ্গিত। 

510

শুধু তাই নয়, লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার আগে এমন টাকা দেখা যায়। ঈশ্বরের দয়া থাকলে তবেই রাস্তায় কয়েন বা নোট পাওয়া যায়।

610

রাস্তায় চলতে গিয়ে যদি পার্স পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির সম্পত্তি লাভ হওয়ার যোগ আছে। অর্থাৎ পৈতৃক সম্পত্তি বা বাবা-মা, শ্বশুর-শাশুড়ির সম্পত্তি শীঘ্রই সেই ব্যক্তি পেতে পারেন।

710

এছাড়াও তারা যে কাজ করছেন, সেখানে হঠাৎ করে লাভ হতে পারে। এমন সময় কোথাও বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যায়।

810

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, রাস্তায় চলতে গিয়ে কয়েন বা নোট পেলে তা ভাগ্যের প্রতীক। এর মানে হল সেই ব্যক্তি শীঘ্রই তার পছন্দের ক্ষেত্রে উন্নতি লাভ করবে। 

910

তাই রাস্তায় পাওয়া টাকা যত্ন করে রাখা উচিত অথবা বাড়ির পূজার ঘরে রেখে প্রতিদিন পূজা করা ভালো।

1010

রাস্তায় টাকা পাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। চাকরিতে পদোন্নতি হওয়ার আগে বা ব্যবসায় লাভ হওয়ার আগে এমন ভাগ্যবানেরা রাস্তায় টাকা খুঁজে পান। তাই যখনই রাস্তায় টাকা পাবেন, বুঝবেন আপনার ভাগ্য খুলতে চলেছে।

click me!

Recommended Stories