সরস্বতী পুজো পড়েছে দু দিন ধরে, জেনে নিন হাতেখড়ি দেওয়ার সঠিক সময় কোনটি

Published : Jan 31, 2025, 05:41 PM ISTUpdated : Feb 01, 2025, 04:27 PM IST
Saraswati Puja

সংক্ষিপ্ত

বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর আরাধনা করা হয়। এ বছর রবিবার এবং সোমবার দু'দিন ধরে পুজো চলবে। পুজোর সময়সূচী এবং হাতেখড়ির শুভ মুহূর্ত জেনে নিন।

বসন্ত পঞ্চমীতে আরাধনা করা হয় মা সরস্বতীর। অভ্র, আবীর, আমের মুকুল, যবের শীষ, দোয়াত-কলম দিয়ে দেবীর আরাধনা করা হয়। এবছর রবিবার ও সোমবার দুদিন পড়েছে পুজো। জেনে নিন পুজোর সময়।

পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে-

বাংলা- ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি- ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময়- সকাল ৯টা ১৬ মিনিট।

অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট থেকে ১০টা।

মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট।

পঞ্চমী তিথি শেষ হচ্ছে-

বাংলা- ২০ মাঘ, সোমবার।

ইংরেজি- ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়- সকাল ৬টা ৫৩ মিনিট।

অমৃতযোগ সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে-

পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে-

বাংলা- ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি- ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময়- বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড।

অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট ৪৩ সেকেন্ড থেকে সকাল ১০টা ২৫ সেকেন্ড পর্যন্ত।

মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ হচ্ছে-

বাংলা- ২০ মাঘ, সোমবার।

ইংরেজি- ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময় - সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।

মাহেন্দ্রযোগ সকাল ৭টা ৪৮ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত।

পুরো পঞ্চমী তিথি জুড়েই হাতেখড়ি দেওয়া যায়। কিন্তু, অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগ হাতেখড়ি দেওয়ার জন্য উপযুক্ত সময়। এই সময়ের মধ্যে হাতেখড়ি দিতে পারলে শিশুর বিদ্যাশিক্ষা খুবই ভালো হবে বলে প্রচলিত এমন ধারণা।

আর হাতে একটা দিন বাকি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়ে গিয়েছে। কাল অনেক জায়গায় আসবে দেবী মূর্তি। রবিবার থেকে শুরু হবে পুজো। কোথাও রবিবার ও কোথাও সোমবার পুজো হবে। সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে। এবার জেনে নিন পুজোর সঠিক সময়। হাতে খড়ি দেওয়া হয় অনেককে। এই শুভ সময় আগে থেকে জেনে নিন।

 

PREV
click me!

Recommended Stories

পুজোর বাড়তি প্রসাদ কখনো ফেলে দেওয়া উচিত নয়, জানুন কী করণীয়, রইল টিপস
ঠাকুর ঘরে এই দেবদেবীকে একই সঙ্গে রেখেছেন কি? বাস্তু মতে না রাখলে হতে পারে ঘোর বিপদ!