Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে পূরণ হবে মনের সব ইচ্ছা, পালন করুন এই ৬ টোটকা

Published : Aug 18, 2025, 03:09 PM IST

ভাদ্র মাসের শুক্লপক্ষে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। এবছর ২৭ অগাস্ট পালিত হবে গণেশ চতুর্থী। এই দিন পালন করুন বিশেষ টোটকা। মনের সকল ইচ্ছা পূরণ হবে। 

PREV
15

গণেশ চতুর্থীর দিন বিশেষ টোটকা পালন করুন। এই দিন শ্রী গণেশকে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। চতুর্থীর দিনে গণেশকে পবিত্র করলে তাঁর আশীর্বাদ শীঘ্রই পাওয়া যায়। গণেশের অভিষেকের পরে অবশ্যই গণপতি অথর্বশীর্ষ পাঠ করুন।

25

এই দিন আরও এক বিশেষ টোটকা পালন করুন। গণেশ যন্ত্রকে অত্যন্ত অলৌকিক যন্ত্র হিসেবে বর্ণনা হয়েছে। অলৌকিক যন্ত্র স্থাপন করা বিশেষ ফলদায়ক। বাড়িতে এই যন্ত্র প্রতিষ্ঠা ও পূজা করলে কোনও অশুভ শক্তি প্রবেশ করে না। অবশ্যই এই টোটকা পালন করুন।

35

এই দিন গুড় নিবেদনেও বিশেষ টোটকা পালন করতে হবে। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে এই টোটকা পালনে। এদিন গণেশ চতুর্থীর দিন স্নানের পর ভগবান গণেশকে গুড় ও খাঁটি ঘি অর্পণ করুন। এই ভোগের নৈবেদ্য গরুকে খাওয়ান। এতে মিলবে উপকার।

45

কোনও ইচ্ছা পূরণের জন্য চতুর্থীর দিন গণেশের মন্দিরে গিয়ে ২১টি গুড়ের বড়ি তৈরি করুন। দূর্বা দিয়ে অর্পণ করুন। মনের ইচ্ছা পূরণ হবে। মেনে চলুন এই টোটকা পালন করুন। এতে মিলবে উপকার।

55

দীর্ঘদিন ধরে কোনও সমস্যার ভুগলে গণেশ চতুর্থীর দিন হাতিকে সবুজ চারণ খাওয়ান। প্রভু গণেশের মন্দিরে যান। হাতিকে সবুজ চারণ খাওয়ালে এই সমস্যাগুলো দ্রুত শেষ হয়। এতে ভাগ্য বদল হবে। ভাদ্র মাসের শুক্লপক্ষে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। এবছর ২৭ অগাস্ট পালিত হবে গণেশ চতুর্থী। মেনে চলুন এই টোটকা।

Read more Photos on
click me!

Recommended Stories