দীর্ঘদিন ধরে কোনও সমস্যার ভুগলে গণেশ চতুর্থীর দিন হাতিকে সবুজ চারণ খাওয়ান। প্রভু গণেশের মন্দিরে যান। হাতিকে সবুজ চারণ খাওয়ালে এই সমস্যাগুলো দ্রুত শেষ হয়। এতে ভাগ্য বদল হবে। ভাদ্র মাসের শুক্লপক্ষে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। এবছর ২৭ অগাস্ট পালিত হবে গণেশ চতুর্থী। মেনে চলুন এই টোটকা।