স্নান করার পর ভুলেও এই কাজ করবেন না, আর্থিক ক্ষতি থেকে পারিবারিক অশান্তি হতে পারে আপনার ভুলে

Published : Dec 21, 2024, 12:18 PM IST
Hot water bathing in winter

সংক্ষিপ্ত

বাস্তুশাস্ত্র অনুযায়ী, স্নানের পর কিছু কাজ না করাই ভালো। ভুল করে কিছু কাজ করলে আর্থিক, শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে। জীবনের জটিলতা দূর করতে এই ভুলগুলি এড়িয়ে চলুন।

বাস্তু শাস্ত্রে রয়েছে একাধিক নিয়মের কথা। উল্লেখ আছে একাধিক সমস্যার কারণ। আমাদের ভুলেই আমাদের জীবনে আসে কঠিন দিন। অনেক সময় নানান কঠিন পরিস্থিতি দেখা দেয় জীবনে। কিছুতেই সেই সব থেকে মুক্তি মেলে না। আর্থিক জটিলতা, শরীরিক জটিলতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজ আটকে যাওয়া সহ আরও কত কী সমস্যা লেগেই থাকে। এর থেকে কীভাবে মুক্তি পাবেন তার রাস্তা খুঁজে পান না অনেকে। এবার রইল সমস্যা সমাধানের উপায়। শাস্ত্র মতে, আমাদের ভুলেই হয় ক্ষতি। এবার থেকে এই পাঁচ কাজ করবেন না।

অনেকেই স্নান করার পর বা কাপড় কাচার পর নোংলা জল বালতিতে রেখে দেয়। এমন জল জমিয়ে রাখা অশুভ। বাড়িতে সুখ ও শান্তির অভাব ঘটে।

স্নান করার পর নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানোর মতো অশুভ কাজ করবেন না।

স্নাজ ঘরে বালতি রাখা উচিত না। বালতি থাকলে তা উল্টে রাখুন। এতে জল ভরে রাখুন।

স্নান করেই সিঁদুর পরবেন না। এতে খারাপ চিন্তা ভাবনা সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বাড়ে।

স্নানের পর স্নানঘর পরিষ্কার করে রাখুন. ভেজা স্নানঘর আর্থিক সংকটের কারণ হতে পারে।

তাই মেনে চলুন শাস্ত্র মত। জীবনের জটিলতা থেকে বাঁচতে স্নান করার পর ভুলেও এই কাজ করবেন না। আর্থিক ক্ষতি থেকে পারিবারিক অশান্তি হতে পারে আপনার ভুলেই। সময় থাকতে সতর্ক হন। অজান্তে এমন কাজ অনেকেই করে থাকেন। তারা এবার বদল করুন নিজের স্বভাবে। 

PREV
click me!

Recommended Stories

ঠাকুর ঘরে এই দেবদেবীকে একই সঙ্গে রেখেছেন কি? বাস্তু মতে না রাখলে হতে পারে ঘোর বিপদ!
জানেন কী ভগবান বিষ্ণুর কত জন কন্যা, কী তাদের নাম? জানুন এই অজানা তথ্য