Soumya Gangully | Published : Feb 2, 2025 12:21 PM
110
সরস্বতী পুজো করার ক্ষেত্রে যেমন নিয়ম মানা হয় তেমনই প্রতিমা বিসর্জনেরও নিয়ম রয়েছে
মূলত ছাত্র-ছাত্রীরা সরস্বতী পুজো করে। নিষ্ঠাভরে সব নিয়ম মেনে পুজো করা হয়। একইভাবে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও যাবতীয় নিয়ম মেনে চলা উচিত।
Subscribe to get breaking news alertsSubscribe 210
নিয়ম মেনে সরস্বতী পুজো করার পর প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে ভুল করা উচিত নয়
পুজোর মতোই সরস্বতী প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। তাহলে পুজো সার্থক হয়।
310
সরস্বতী প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট তিথি এড়িয়ে চলা উচিত নয়
পুরোহিতদের মতে, নির্দিষ্ট শুভ তিথি মেনেই সরস্বতী প্রতিমা বিসর্জন করা উচিত। না হলে পুজো খণ্ডিত হয়ে যায়।
410
বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য কোনও জায়গা, নির্দিষ্ট সময়ের পর প্রতিমা রেখে দেওয়া উচিত নয়
পুরোহিতরা জানিয়েছেন, বিসর্জনের নির্দিষ্ট তিথির পর সরস্বতী প্রতিমা রেখে দেওয়া উচিত নয়। নির্দিষ্ট তিথিতেই প্রতিমা বিসর্জন করা উচিত।
510
গঙ্গা বা অন্য নদীর পাশাপাশি পুকুরেও সরস্বতী প্রতিমা বিসর্জন করা যায়
সবার পক্ষে গঙ্গা বা অন্য কোনও নদীতে গিয়ে সরস্বতী প্রতিমা বিসর্জন করা সম্ভব নয়। এই কারণে যে কোনও পুকুরে প্রতিমা বিসর্জন করা যেতে পারে।
610
এবার সরস্বতী প্রতিমা বিসর্জনের সবচেয়ে শুভ তিথি কখন? জেনে নিন বিস্তারিত
পুরোহিতরা জানিয়েছেন, মঙ্গলবার ষষ্ঠী তিথি শেষ হয়ে সপ্তমী তিথি পড়ছে। এই সময় সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া সবচেয়ে ভালো।
710
মঙ্গলবার সপ্তমী তিথি যতক্ষণ থাকছে, তার মধ্যে সরস্বতী প্রতিমা বিসর্জন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়
পুরোহিতরা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্তই সপ্তমী তিথি থাকবে। এই সময়ের মধ্যেই সরস্বতী প্রতিমা বিসর্জন করা উচিত।
810
মঙ্গলবার বেলা সাড়ে বারোটার পর থেকে সরস্বতী প্রতিমা বিসর্জন করা যাবে
পুরোহিতরা জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় সপ্তমী তিথি শুরু হচ্ছে। রাত পর্যন্ত এই তিথি থাকবে। এর মধ্যেই সরস্বতী প্রতিমা বিসর্জন করা উচিত।
910
মঙ্গলবার সরস্বতী প্রতিমা বিসর্জন করলে বিশেষ ভালো ফল পাওয়া যেতে পারে
পুরোহিতরা জানিয়েছেন, মঙ্গলবার মেষ রাশিতে প্রবেশ করছে সূর্য। এই শুভ মুহূর্তে সরস্বতী প্রতিমা বিসর্জন করলে বিশেষ ফল হতে পারে।
1010
সরস্বতী প্রতিমা বিসর্জনের তিথির বিষয়ে নিজেদের পুরোহিতের সঙ্গে কথা বলে নিন
সরস্বতী প্রতিমা বিসর্জনের তিথির বিষয়ে পুরোহিতদের মতামত যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। যাঁরা পুজো আয়োজন করছেন, তাঁরা এ বিষয়ে নিজেদের পুরোহিতের মতামত নিন।