হিন্দু পুরাণ ও চাণক্য নীতিতে কীভাবে পুণ্য অর্জন করতে হয়, তা বলা হয়েছে। ভালো কথা বলা, দান করা, সত্য বলা, সৎসঙ্গে থাকা, ব্যবসায় প্রতারণা না করা, বিশ্বাস অর্জন করা - এরকম অনেক বিষয় বলা হয়েছে। বিশেষ দিনে নদীতে পুণ্যস্নান করার কথাও বলা হয়। হিন্দুশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণের পর ঘর ধুয়ে পরিষ্কার করতে বলা হয়েছে।