২০২৫ সালে কবে পড়ছে সরস্বতী পুজো? কখন দেবেন অঞ্জলি? রইল পুজোর শুভ সময় ও তিথি

Published : Jan 02, 2025, 12:27 PM IST
Saraswati Puja 2023

সংক্ষিপ্ত

দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস। 

স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে যেন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। ছোট ছেলেমেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় এর মাধ্যমে হাতে খড়ি হয়ে থাকে। পঞ্জিকা মতে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই হয় সরস্বতী পুজো।

দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।

কবে পড়েছে সরস্বতী পুজো

২০২৫ সালে সরস্বতী পুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার। তাই অনেকেই নিশ্চিন্ত। আবার অনেকের মন খারাপ ছুটি নষ্ট হচ্ছে বলে। পঞ্জিকা অনুযায়ী ২০২৫ সালে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ওই দিন সকাল ৯টা বেজে ১৫ মিনিটে। এবং এই তিথি শেষ হবে পরের দিন ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। তবে উদয়তিথি অনুযায়ী ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে ২ ফেব্রুয়ারি।

সরস্বতী পুজোর শুভ মুহূর্ত

অন্যদিকে শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, যেহেতু ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী সরস্বতী পুজোর শুভ মুহূর্ত পড়ছে সকাল ৯টা বেজে ১৬ মিনিটে থেকে শুরু করে দুপুর ১২টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত।

হিন্দু শাস্ত্রে কথিত আছে যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে নাকি আবার মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। তাই এদিন আমের মুকুল, বই খাতা, দোয়াত কলম, আর বাদ্যযন্ত্র দিয়ে ভক্তিভরে সরস্বতী পূজার মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।

PREV
click me!

Recommended Stories

ঠাকুর ঘরে এই দেবদেবীকে একই সঙ্গে রেখেছেন কি? বাস্তু মতে না রাখলে হতে পারে ঘোর বিপদ!
জানেন কী ভগবান বিষ্ণুর কত জন কন্যা, কী তাদের নাম? জানুন এই অজানা তথ্য