প্রকাশিত হল এশিয়ানেট নিউজ শারদ সম্মানের প্রথম বাছাই তালিকা, কলকাতার কোন ১০০ টি পুজোগুলি পেল স্থান

  • এশিয়ানেট নিউজ বাংলা প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে
  • কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও করা হবে সম্মানিত
  •  বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও
  •  কলকাতার যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, প্রকাশিত হল তার মধ্যে প্রথম ১০০ টি পুজোর নাম

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে এগিয়ে থাকার লড়াই। আবার তার মাঝে রয়েছে সাবেকিয়ানার নস্ট্যালজিয়াও। আর এই লড়াইয়েই কারা হলেন সেরার সেরা তাই জানাবে 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'। 

এই শারদ সম্মানে কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও সম্মানিত করা হবে। এছাড়াও বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও। 

Latest Videos

এবছরেই 'এশিয়ানেট নিউজ বাংলা' প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে। ইতিমধ্যেই অনেকেই ফর্ম ফিল আপ করে নাম লিখিয়েছে এই প্রতিযোগিতায়। ফর্ম জমা দেওয়ার শেষ দিন অতিক্রম করার পরেও বহু ক্লাব থেকে অংশগ্রহণের অনুরোধ আসায় বাড়ানো হয়েছিল ফর্ম জমা দেওয়ার সময়সীমা। কলকাতার যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে থেকে প্রথম বাছাই পর্বে ১০০ টি ক্লাবের নাম প্রকাশিত করা হল। 


হাজরা পার্ক দুর্গোৎসব
পশ্চিম পুটিয়ারি পল্লীমঙ্গল সমিতি
বেহালা বুড়ো শিবতলা
নবপল্লী চারু সংঘ
কামডহোরি সুভাষপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
উদয়ণ খিদিরপুর
গড়িয়া নব দুর্গা
যোধপুর পার্ক ৯৫ পল্লী
দক্ষিণ কলকাত তরুণ সমিতি
সন্তোষপুর লেক পল্লী
দেবদারু ফটক
যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি
আদর্শপল্লী বেহালা
ঠাকুরপুকুর ক্লাব
বেহালা ফ্রেন্ডস
যোধপুর পার্ক ক্যালচারাল অ্য়াসোসিয়েশান
শ্যামাপল্লী যাদবপুর
সমাজসেবী সংঘ
দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপুজা
পূর্বাচল শক্তিসংঘ
মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব
খিদিরপুর সর্বজনীন
বাঁশদ্রোণী একতা
পার্কসার্কাস সর্বজনীন
বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ
নাকতলা উদয়ণ সংঘ
গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব
৪১ পল্লী হরিদেবপুর
বড়বাগান ক্যালচারাল এ্যাসোশিয়েসান
বরিশা ইউথ ক্লাব
কেন্দুয়া শান্তি সংঘ
খিদিরপুর নবরাগ
অজেয় সংহতি
রাজডাঙ্গা নবো উদয় সংঘ
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক
রায়পুর ক্লাব
বরিশা সর্বজনীন
এসবি পার্ক ঠাকুরপুকুর
বেহালা ২৯ পল্লী
বাদামতলা আষাঢ় সংঘ
কালীঘাট নেপাল ভট্টাচার্য্য
মুুদিয়ালি ক্লাব
সেলিমপুর পল্লী সর্বজনীন দুর্গোৎসব
বরিশা ক্লাব
নর্থ ত্রিধারা সর্বজনীন
গড়িয়া বৈষ্ণবঘাটা দুর্গোৎসব কমিটি
পাটুলি সর্বজনীন দুর্গোৎসব
বকুল বাগান সর্বজনীন
বোসপুকুর শিতলা মন্দির দুর্গোৎসব কমিটি
হিন্দুস্থান পার্ক সর্বজনীন
সন্তোষপুুর ত্রিকোন পার্ক
বাঘাযতীন তরুণ সংঘ
এভিনিউ সাউথ পল্লীমঙ্গল
রমেশদত্ত স্ট্রীট সর্বজনীন
সম্মিলিতা মালাপাড়া সর্বজনীন
শিকদার বাগান
কুমোরটুলি সর্বজনীন
মাণিকতলা চালতা বাগান
চিনার পার্ক আধিবাসীবৃন্দ
স্বপ্নার বাগান
বেলেঘাটা সন্ধানী
কাশীবোস লেন
২০ পল্লী
পাথুরিয়াঘাটা ৫ এর পল্লী
চাউলপট্টি ন্যাশনাল স্পোর্টিং ক্লাব
মিতালি কাঁকুড়গাছি
দমদম তরুণ দল 
হাটখোলা গোঁসাই পাড়া
দমদম পার্ক তরুন সংঘ
মছুয়া বাজার সর্বজনীন
টালা বারোয়ারী দুর্গোৎসব
উল্টোডাঙ্গা কর বাগান
লালবাগান সর্বজনীন দুর্গোৎসব
চোরবাগান সর্বজনীন
নলীন সরকার স্ট্রীট সর্বজনীন
হরিতকি বাগান
উল্টোডাঙ্গা সংগ্রামী
শ্যামাবাজার পল্লী সংঘ
আহেরিটোলা যুবকবৃন্দ
মানসবাগ স্পোর্টং ক্লাব
নেতাজী কলোনী লো ল্যান্ড
টাালা পার্ক প্রত্যয়
গোরা বাগান শারদোৎসব সম্মিলনী
পোস্তা বাজার নাগরিক সমিতি
জগৎ মুখার্জী পার্ক
তেলেঙ্গা বাগান 
লেক টাউন প্রগতি পল্লী
কৈলাশ বোস স্ট্রীট
বেলেগাছিয়া সাধারণ দুর্গোৎসব
দমদম পার্ক ভারতচক্র
দমদম পার্ক তরুণ দল
জয়শ্রী পার্ক উন্নয়ন সমিতি
ওয়েলিংটন নাগরীক
বাণী মন্দির বেলঘরিয়া
হাতিবাগান
নতুনপল্লী প্রদীপ সংঘ
কেষ্টপুর প্রফুল্ল কানন
কানাইধর লেন অধিবাসীবৃন্দ
বাগবাজার পল্লী পুজো ও প্রদর্শণী
বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতি

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি