টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেল ৫ ভারতীয় বক্সার, শুভেচ্ছা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

  • টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেল ৫ ভারতীয় বক্সার
  • যোগ্যতা অর্জন করলেন এশিয়ান কোয়ালিফায়ারের  সেমিতে
  • সকল বক্সারদের ট্যুইটারে শুভেচ্ছা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর 
  • বিকাশ, পুজা, সতীশ, আশিস, লভলিনাদের সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী

Sudip Paul | Published : Mar 9, 2020 9:16 AM IST

এক জন নয়, দু জন নয়, তিন জন নয়। একই দিনে ৫ জন ভারতীয় বক্সার যোগ্যতা অর্জন করল টোকিও অলিম্পিকের।  এই ৫ বক্সার হলেন বিকাশ কৃশান যাদব, পুজা রানি, সতীশ কুমার, আশিস কুমার ও লভলিনা বর্গহাইন। এশিয়ান কোয়ালিফায়ারে এই ৫ বক্সারকে ঘিরে আশায় বুক বাঁধছিল দেশবাসী। প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌছানোর সোজ্যন্যেই  টোকিওর টিকিট পাকা করলেন তারা।  বিকাশ, পুজা, সতীশ, আশিস, লভলিনাদের সাফল্যে উচ্ছ্বসিত ক্রিড়ামহল থেকে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটির হার, ইপিএল খেতাব জয়ের আরও কাছে লিভারপুল

এশিয়ান কোয়ালিফায়ারে ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পুজা রানির প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের পরনিপা ছুতের। ম্যাচে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন পুজা। ৫-০ ব্যবধানে ম্যাচ জেতেন বর্তমানে বিশ্বের ৪ নম্বর বক্সার। অপরদিকে এশিয়ান কোয়ালিফায়ারে মহিলাদের ৬৯ কেজি বিভাগের শেষ আটের লড়াইতে উজবেকিস্তানের মাফটুনাখন  মেলিয়েবাকে হারান  লভলিনা বর্গহাইন। একসঙ্গে টুর্নামেন্টের শেষ চারের পাশাপাশি টোকিও অলিম্পেকের ছাড়পত্রও পাকা করেন বিশ্ব চ্য়াম্পিয়নশিপে দুইবারের ব্রোঞ্জ জয়ী ভারতীয় বক্সার। 

আরও পড়ুনঃত্রিশ বছর পরে রঞ্জি জয়ের স্বপ্নে বিভোর বাংলা, ফাইনালে টসে হেরে ফিল্ডিং মনোজদের

আরও পড়ুনঃফাইনালে হেরে হতাশ ভারতীয় দল, প্রত্যাশা অনুযায়ী খেলতে ব্যর্থ সিনিয়ররা

অন্যদিকে ছেলেদের ৬৯ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে বিশ্বের তিন নম্বর বক্সার জাপানের সেওনরেটস ওকাজাওয়াকে হারান বিকাশ কৃশান যাদব। একইসঙ্গে টোকিও যোগ্যতা অর্জন করেন বিকাশ। পাশাপাশি পুরুষদের ৭৫ কেজি বিভাগে ইন্দোনএশিয়ার মাইখেল রবার্ড মুসকিতাকে হারিয়ে প্রতিযোগিতার শেষ চার ও অলিম্পিকের ছাড়পত্র পান এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী ভারতীয় বক্সার আশিস কুমার। ৯১ কেজি বিভাগেও প্রতিপক্ষকে কার্যত হেলায় হারিয়ে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন সতীশ কুমার।

প্রতিটি ভারতীয় বক্সারের সাফল্যের পর ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু। এই সকল বক্সারদের সাফল্যও কামনা করেছেন ক্রীড়ামন্ত্রী। টোকিও অলিম্পিকে এই সকল বক্সাররা দেশের নাম উজ্জ্বল করবে বলে আত্মবিশ্বসী কিরেন রিজিজু। 

 

 

Share this article
click me!