রেস ওয়াকিংয়ে রূপো জয় অমিতের, অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্সে ইতিহাস তৈরি করল ভারত

অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় পদক। রেস ওয়াকিংয়ে রূপোর পদক জিতলেন অমিত খাত্রী। ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতের তরুণ অ্যাথলিট।
 

Sudip Paul | Published : Aug 21, 2021 7:52 AM IST / Updated: Aug 21 2021, 01:31 PM IST

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের সাফল্য পেল ভারত। দ্বিতীয় পদক এল ভারতের ঝুলিতে। এর আগে নাইরোবিতে আয়োজিত প্রতিযোগিতায়  ৪*৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ পদক জিতল ভারতীয় দল। নজির গড়েছিলেন ভরত শ্রীধর, প্রিয়া মোহন, সামি এবং কপিলরা। এবার রূপোর পেদক পেল ভারত। এবার ১০ হাজার মিটার রেস ওয়াকিং বিভাগে রূপো জিতে ইতিহাস তৈরি করলেন ভারতের তরুণ অ্যাথলিট অমিত খাত্রি।

Latest Videos

প্রতিযোগিতার শুরু থেকেই গতি ও ছন্দ ধরে রেখে এগিয়ে যাচ্ছিলেন অমিত।  শেষ ল্যাপের আগে পর্যন্ত প্রথম স্থান ধরে রেখেছিলেন ভারতীয় তরুণ অ্যাথলিট। কিন্তু শেষ ল্যাপে কেনিয়ার হেরিস্টোন ওয়ানইয়নজি এগিয়ে যান অমিতের। চেষ্টা করেও শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানেই শেষ করেন অমিত খাত্রি। তৃতীয় স্থান অধিকার করে স্পেনের পল ম্যাকগ্রা। রেস শেষ করতে অমিত সময় নেন ৪২ মিনিট ১৭.৫৪ সেকেন্ড। রূপো জিতেও নতুন ইতিহাস তৈরি করলেন অমিত।

 

 

এর আগে অনূর্ধব ২০ প্রতিযোগিতায় জাতীয় স্তরে রেকর্ড গড়েছিলেন অমিত। এবার বিশ্ব মঞ্চে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় অ্যাথলিট। অমিতের হাত ধরেই অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের মঞ্চে প্রথমবার রূপো পেল ভারত। এই প্রতিযোগিতায় ভারতের ইতিহাসে এটি ষষ্ঠ পদক। অমিতের সাফল্যের পর ভারতীয় অ্য়াথলিট ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। ইতিহাস তৈরি করে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অমিত খাত্রি। 

Share this article
click me!

Latest Videos

আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja