পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমদের মুখোমুখি রোহিত শর্মারা। শুক্রবারই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় দলের প্রথম একাদশ এখনও জানা যায়নি।
09:57 PM (IST) Sep 02
বৃষ্টির জন্য শুরু করা গেল না পাকিস্তানের ইনিংস। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের কোনও ফল হল না।
09:50 PM (IST) Sep 02
বৃষ্টির মধ্যে মাঠের বাইরে বসে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচ শুরু করা যাবে কি না সেটাই অনিশ্চিত।
09:30 PM (IST) Sep 02
পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার সম্ভব না হলেও অন্তত ২০ ওভারের খেলা শুরু করার চেষ্টা করা হচ্ছে।
09:11 PM (IST) Sep 02
আম্পায়ারদের পরিদর্শনের মধ্যেই ফের শুরু হল বৃষ্টি। পাকিস্তানের ইনিংস শুরু হওয়া নিয়ে সংশয়।
08:49 PM (IST) Sep 02
ভারতীয় দলের ইনিংস শেষ হওয়ার পরেই শুরু হওয়া বৃষ্টির জেরে এখনও শুরু করা গেল না পাকিস্তানের ইনিংস।
08:33 PM (IST) Sep 02
পাকিস্তানের ইনিংস এখনও শুরু করা সম্ভব হল না। বৃষ্টিতে বন্ধ আছে ম্যাচ।
08:03 PM (IST) Sep 02
পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন তৃতীয়বার নামল বৃষ্টি। ফের ঢাকা দেওয়া হল পিচ।
07:45 PM (IST) Sep 02
ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার অসাধারণ লড়াইয়ের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার মতো স্কোর ভারতের।
07:42 PM (IST) Sep 02
পাকিস্তানের বিরুদ্ধে ২৬১ রানে ৯ উইকেট হারাল ভারতীয় দল। ৪ রান করে আউট হয়ে গেলেন কুলদীপ যাদব।
07:35 PM (IST) Sep 02
ভারতের ইনিংসের শেষদিকে রান বাড়ানোর চেষ্টা করছেন জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।
07:22 PM (IST) Sep 02
হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজা (১৪) ও শার্দুল ঠাকুরও (৩) আউট হয়ে গেলেন। ২৪২ রানে ৮ উইকেট হারাল ভারত।
07:17 PM (IST) Sep 02
৯০ বলে ৮৭ রান করে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ২৩৯ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল।
07:07 PM (IST) Sep 02
৪২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ২৩৭। হার্দিক পান্ডিয়া ৮৬ ও রবীন্দ্র জাদেজা ১৩ রানে অপরাজিত।
06:48 PM (IST) Sep 02
৮১ বলে ৮২ রান করে আউট ঈশান কিষান। ২০৪ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল।
06:29 PM (IST) Sep 02
পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে অসাধারণ পার্টনারশিপ গড়লেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এই ২ ব্যাটারই অর্ধশতরান করেছেন।
06:07 PM (IST) Sep 02
পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং ঈশান কিষানের। তাঁর সঙ্গে লড়াই করছেন হার্দিক পান্ডিয়াও।
05:52 PM (IST) Sep 02
ভারতীয় দল ৪ উইকেট হারানোর পর লড়াই করছেন হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষান। হার্দিক ২৯ ও ঈশান ৪৩ রানে অপরাজিত।
05:33 PM (IST) Sep 02
২০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ১০২। হার্দিক পান্ডিয়া ১৬ ও ঈশান কিষান ৩২ রানে অপরাজিত।
05:10 PM (IST) Sep 02
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না। ৬৬ রানে ৪ উইকেট হারাল ভারত।
04:58 PM (IST) Sep 02
৫ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন ঈশান কিষান। ক্রিজের অপর প্রান্তে শুবমান গিল। এই ২ তরুণ ব্যাটারই এখন ভারতীয় দলের ভরসা।
04:38 PM (IST) Sep 02
বৃষ্টির জন্য দ্বিতীয়বার বন্ধ হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের স্কোর ৩ উইকেটে ৫১।
04:28 PM (IST) Sep 02
৯ বলে ১৪ রান করে আউট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। ১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৪৮।
04:09 PM (IST) Sep 02
পাকিস্তানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪ রান করেই শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে গেলেন বিরাট কোহলি। ২৭ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল।
04:01 PM (IST) Sep 02
৪ নম্বরে নয়, ৩ নম্বরেই ব্যাটিং করতে নামলেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি।
04:00 PM (IST) Sep 02
২২ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারাল ভারতীয় দল।
03:57 PM (IST) Sep 02
নতুন করে ব্যাটিং করতে নেমেছেন ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল।
03:41 PM (IST) Sep 02
বৃষ্টির মধ্যে মাঠের বাইরে বসে আছেন ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল।
03:28 PM (IST) Sep 02
৪.২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ১৫। বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ।
03:02 PM (IST) Sep 02
পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোরই লক্ষ্য ভারতীয় দলের। ব্যাটিং করছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল।
02:57 PM (IST) Sep 02
পাকিস্তান দলে আছেন- ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
02:53 PM (IST) Sep 02
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
02:33 PM (IST) Sep 02
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
02:27 PM (IST) Sep 02
পাল্লেকেলেতে থেমে গিয়েছে বৃষ্টি। ঠিক সময়েই শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ।
02:17 PM (IST) Sep 02
পাল্লেকেলেতে সামান্য বৃষ্টি হলেও, ম্যাচ ঠিক সময়ে শুরু করতে সমস্যা হবে না বলেই আশা করছেন আয়োজকরা।
01:54 PM (IST) Sep 02
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি নামল। তবে আশা করা হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি থেমে যাবে।