Asianet News | Published : Sep 2, 2023 8:21 AM IST / Updated: Sep 02 2023, 09:57 PM IST

Asia Cup 2023 Ind Vs Pak Live Updates: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

সংক্ষিপ্ত

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমদের মুখোমুখি রোহিত শর্মারা। শুক্রবারই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় দলের প্রথম একাদশ এখনও জানা যায়নি।

09:57 PM (IST) Sep 02

বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

বৃষ্টির জন্য শুরু করা গেল না পাকিস্তানের ইনিংস। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের কোনও ফল হল না।

09:50 PM (IST) Sep 02

পাল্লেকেলেতে এখনও চলছে বৃষ্টি, খেলা শুরু হওয়া অনিশ্চিত

বৃষ্টির মধ্যে মাঠের বাইরে বসে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচ শুরু করা যাবে কি না সেটাই অনিশ্চিত।

09:30 PM (IST) Sep 02

বৃষ্টির জন্য পাকিস্তানের ইনিংসের ওভার সংখ্যা কমানো হতে পারে

পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার সম্ভব না হলেও অন্তত ২০ ওভারের খেলা শুরু করার চেষ্টা করা হচ্ছে।

09:11 PM (IST) Sep 02

পাল্লেকেলেতে ফের শুরু হয়েছে বৃষ্টি, ঢেকে ফেলা হল পিচ

আম্পায়ারদের পরিদর্শনের মধ্যেই ফের শুরু হল বৃষ্টি। পাকিস্তানের ইনিংস শুরু হওয়া নিয়ে সংশয়।

08:49 PM (IST) Sep 02

পাকিস্তানের ইনিংস কখন শুরু হবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না

ভারতীয় দলের ইনিংস শেষ হওয়ার পরেই শুরু হওয়া বৃষ্টির জেরে এখনও শুরু করা গেল না পাকিস্তানের ইনিংস।

08:33 PM (IST) Sep 02

পাল্লেকেলেতে এখনও চলছে বৃষ্টি, ঢেকে রাখা হয়েছে পিচ ও আউটফিল্ড

পাকিস্তানের ইনিংস এখনও শুরু করা সম্ভব হল না। বৃষ্টিতে বন্ধ আছে ম্যাচ।

08:03 PM (IST) Sep 02

ভারতের ইনিংস শেষ হওয়ার পর ফের বৃষ্টি শুরু, ঢাকা হল পিচ

পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন তৃতীয়বার নামল বৃষ্টি। ফের ঢাকা দেওয়া হল পিচ।

07:45 PM (IST) Sep 02

পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬৬ রান করল ভারতীয় দল

ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার অসাধারণ লড়াইয়ের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার মতো স্কোর ভারতের।

07:42 PM (IST) Sep 02

৪ রান করে আউট কুলদীপ যাদব, ৯ উইকেট হারাল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে ২৬১ রানে ৯ উইকেট হারাল ভারতীয় দল। ৪ রান করে আউট হয়ে গেলেন কুলদীপ যাদব।

07:35 PM (IST) Sep 02

৪৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৮ উইকেটে ২৫৭

ভারতের ইনিংসের শেষদিকে রান বাড়ানোর চেষ্টা করছেন জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।

07:22 PM (IST) Sep 02

পরপর ৩ উইকেট হারাল ভারতীয় দল, ম্যাচে ফিরছে পাকিস্তান

হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজা (১৪) ও শার্দুল ঠাকুরও (৩) আউট হয়ে গেলেন। ২৪২ রানে ৮ উইকেট হারাল ভারত।

07:17 PM (IST) Sep 02

পাকিস্তানের বিরুদ্ধে শতরানের সুযোগ হারালেন হার্দিক পান্ডিয়া

৯০ বলে ৮৭ রান করে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ২৩৯ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল।

07:07 PM (IST) Sep 02

ভারতীয় দলের হয়ে লড়াই চালাচ্ছেন হার্দিক পান্ডিয়া-রবীন্দ্র জাদেজা

৪২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ২৩৭। হার্দিক পান্ডিয়া ৮৬ ও রবীন্দ্র জাদেজা ১৩ রানে অপরাজিত।

06:48 PM (IST) Sep 02

৮২ রান করে আউট ঈশান কিষান, ৫ উইকেট হারাল ভারতীয় দল

৮১ বলে ৮২ রান করে আউট ঈশান কিষান। ২০৪ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল।

06:29 PM (IST) Sep 02

ঈশান কিষানের পর হার্দিক পান্ডিয়ারও অর্ধশতরান, ম্যাচে ফিরল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে অসাধারণ পার্টনারশিপ গড়লেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এই ২ ব্যাটারই অর্ধশতরান করেছেন।

06:07 PM (IST) Sep 02

পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষানের লড়াকু অর্ধশতরান

পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং ঈশান কিষানের। তাঁর সঙ্গে লড়াই করছেন হার্দিক পান্ডিয়াও।

05:52 PM (IST) Sep 02

২৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ১২৬

ভারতীয় দল ৪ উইকেট হারানোর পর লড়াই করছেন হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষান। হার্দিক ২৯ ও ঈশান ৪৩ রানে অপরাজিত।

05:33 PM (IST) Sep 02

২০ ওভারে ১০০ পেরিয়ে গেল ভারতীয় দলের স্কোর

২০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ১০২। হার্দিক পান্ডিয়া ১৬ ও ঈশান কিষান ৩২ রানে অপরাজিত।

05:10 PM (IST) Sep 02

৩২ বলে ১০ রান করে হ্যারিস রউফের বলে বোল্ড শুবমান গিল

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না। ৬৬ রানে ৪ উইকেট হারাল ভারত।

04:58 PM (IST) Sep 02

বৃষ্টি থামার পর ফের শুরু হল ভারত-পাকিস্তান ম্যাচ

৫ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন ঈশান কিষান। ক্রিজের অপর প্রান্তে শুবমান গিল। এই ২ তরুণ ব্যাটারই এখন ভারতীয় দলের ভরসা।

04:38 PM (IST) Sep 02

১১.২ ওভারে বৃষ্টির জন্য বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

বৃষ্টির জন্য দ্বিতীয়বার বন্ধ হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের স্কোর ৩ উইকেটে ৫১।

04:28 PM (IST) Sep 02

পাকিস্তানের বিরুদ্ধে ৪৮ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল

৯ বলে ১৪ রান করে আউট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। ১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৪৮।

04:09 PM (IST) Sep 02

পাকিস্তানের বিরুদ্ধে ২৭ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল

পাকিস্তানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪ রান করেই শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে গেলেন বিরাট কোহলি। ২৭ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল।

04:01 PM (IST) Sep 02

পাকিস্তানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নামলেন বিরাট কোহলি

৪ নম্বরে নয়, ৩ নম্বরেই ব্যাটিং করতে নামলেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি।

04:00 PM (IST) Sep 02

১১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড ভারতের অধিনায়ক রোহিত শর্মা

২২ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারাল ভারতীয় দল। 

03:57 PM (IST) Sep 02

বৃষ্টি থামার পর ফের শুরু হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

নতুন করে ব্যাটিং করতে নেমেছেন ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল।

03:41 PM (IST) Sep 02

ম্যাচ ফের শুরু হওয়ার অপেক্ষায় রোহিত শর্মা-শুবমান গিল

বৃষ্টির মধ্যে মাঠের বাইরে বসে আছেন ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল।

03:28 PM (IST) Sep 02

বৃষ্টির জন্য আপাতত বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

৪.২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ১৫। বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ।

03:02 PM (IST) Sep 02

ভারতীয় দলের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল

পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোরই লক্ষ্য ভারতীয় দলের। ব্যাটিং করছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল।

02:57 PM (IST) Sep 02

পাকিস্তানের বোলিং লাইনআপের বিরুদ্ধে লড়াই ভারতীয় দলের ব্যাটারদের

পাকিস্তান দলে আছেন- ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

02:53 PM (IST) Sep 02

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় দলে ফিরলেন শ্রেয়াস আইয়ার, আছেন জসপ্রীত বুমরাও

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

02:33 PM (IST) Sep 02

পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

02:27 PM (IST) Sep 02

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্দিষ্ট সময়েই শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

পাল্লেকেলেতে থেমে গিয়েছে বৃষ্টি। ঠিক সময়েই শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ।

02:17 PM (IST) Sep 02

ভারী বৃষ্টি হচ্ছে না, ঠিক সময়ে ম্যাচ শুরু হওয়ার আশাই করা হচ্ছে

পাল্লেকেলেতে সামান্য বৃষ্টি হলেও, ম্যাচ ঠিক সময়ে শুরু করতে সমস্যা হবে না বলেই আশা করছেন আয়োজকরা।

01:54 PM (IST) Sep 02

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সামান্য বৃষ্টি, ঢাকা হল পিচ

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি নামল। তবে আশা করা হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি থেমে যাবে।


More Trending News