বৃষ্টির আশঙ্কার মধ্যেই কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোর পর্যায়ে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চলতি এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি হল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। সেই কারণে এবার এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
08:47 PM (IST) Sep 10
সোমবার রিজার্ভ ডে-তে নতুন করে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এদিন যে অবস্থায় খেলা শেষ হয়েছে সেখান থেকেই খেলা শুরু হবে।
08:21 PM (IST) Sep 10
এখনও বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ। যত দ্রুত সম্ভব মাঠ ও আউটফিল্ড শুকনো করার চেষ্টা চালানো হচ্ছে।
07:52 PM (IST) Sep 10
আউটফিল্ড ও পিচ পরিদর্শন করে খুশি হতে পারেননি আম্পায়াররা। রাত ৮টায় ফের মাঠ পরিদর্শন করবেন তাঁরা।
07:39 PM (IST) Sep 10
এদিন ভারত-পাকিস্তান ম্যাচ নতুন করে শুরু করা যাবে কি না, সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।
07:12 PM (IST) Sep 10
কলম্বোয় বৃষ্টি থেমে গিয়েছে। ফলে এদিনই ফের শুরু হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।
06:46 PM (IST) Sep 10
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার হবে ম্যাচ। কিন্তু মঙ্গলবার আবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ।
06:16 PM (IST) Sep 10
মাঠকর্মীরা ম্যাচ শুরু করার চেষ্টা করছেন। কিন্তু এখনও ভিজে রয়েছে আউটফিল্ড। ফলে ম্যাচ শুরু করা সম্ভব হচ্ছে না।
05:50 PM (IST) Sep 10
বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখেই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করা হয়। সেই রিজার্ভ ডে কাজে লাগতে পারে।
05:33 PM (IST) Sep 10
কলম্বোর আবহাওয়ার কারণে ফের ভারত-পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটেছে। ভারতের ইনিংসের মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে খেলা।
05:09 PM (IST) Sep 10
কলম্বোয় চলছে বৃষ্টি। ভারত-পাকিস্তান ম্যাচ ফের শুরু করা নিয়ে জটিলতা।
04:56 PM (IST) Sep 10
২৪.১ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৪৭। বিরাট কোহলি ৮ ও কে এল রাহুল ১৭ রানে অপরাজিত। বৃষ্টির জন্য বন্ধ খেলা।
04:44 PM (IST) Sep 10
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বড় স্কোরের লক্ষ্যে কে এল রাহুল। ভালো ব্যাটিং করার লক্ষ্যে বিরাট কোহলিও।
04:29 PM (IST) Sep 10
৫২ বলে ৫৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আগা সলমনকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল।
04:22 PM (IST) Sep 10
৫৬ রান করে শাদাব খানের বলে ফাহিম আশরফকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ১২১ রানে প্রথম উইকেট হারাল ভারত।
04:09 PM (IST) Sep 10
পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে কিছুটা সংযত থাকলেও, এখন আক্রমণাত্মক ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন।
04:03 PM (IST) Sep 10
ভারত-পাকিস্তান ম্যাচের ১৪ ওভারের খেলা চলছে। ভারতীয় দল বিনা উইকেটে ১০০ রান পেরিয়ে গেল।
03:59 PM (IST) Sep 10
এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ব্যর্থ হলেও, সুপার ফোর পর্যায়ের ম্যাচে অর্ধশতরান করলেন শুবমান গিল।
03:46 PM (IST) Sep 10
রোহিত শর্মা ও শুবমান গিলের দাপটে ভালো জায়গায় ভারতীয় দল। ১০ ওভারের শেষে স্কোর বিনা উইকেটে ৬১। শুবমান ৪১ ও রোহিত ১৮ রানে অপরাজিত।
03:23 PM (IST) Sep 10
পাকিস্তানের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। ৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৭। শুবমান ২৫ ও রোহিত ১০ রানে অপরাজিত।
02:59 PM (IST) Sep 10
পাকিস্তানের হয়ে খেলছেন- ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
02:58 PM (IST) Sep 10
পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, কে এ রাহুল, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
02:41 PM (IST) Sep 10
পিঠের চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন না শ্রেয়াস আইয়ার। তাঁর পরিবর্তে দলে কে এল রাহুল।
02:34 PM (IST) Sep 10
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল।