এশিয়া কাপে নতুন রেকর্ডের অপেক্ষায় বিরাট, আছেন সচিন-সাঙ্গাকারার সঙ্গে একই সারিতে

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রেকর্ড গড়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই এক দশকেরও বেশি সময় ধরে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট। এবারের এশিয়া কাপে নতুন একটি রেকর্ড গড়ার পথে ভারতের প্রাক্তন অধিনায়ক।

Soumya Gangully | Published : Aug 18, 2023 12:45 AM / Updated: Aug 23 2023, 12:23 PM IST
110
ওডিআই ফর্ম্যাটে রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দেওয়ার পথে বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ১১২ বার ৫০-এর বেশি রানের রেকর্ড আছে। বিরাট কোহলি এখনও পর্যন্ত ১১১ বার ৫০-এর বেশি রান করেছেন। এশিয়া কাপে পন্টিংকে টপকে যেতে পারেন বিরাট।

210
ওডিআই ফর্ম্যাটে যতবার এশিয়া কাপ খেলেছেন, ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি

এশিয়া কাপে এখনও পর্যন্ত ১১টি ওডিআই ম্যাচ খেলে ৬১৩ রান করেছেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে ওডিআই ফর্ম্যাটে তাঁর ব্যাটিংয়ের গড় ৬১.৩০। 

310
ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৪৬টি শতরান, ৬৫টি অর্ধশতরান করেছেন বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড আছে সচিন তেন্ডুলকরের। তাঁর চেয়ে খুব একটা পিছিয়ে নেই বিরাট কোহলি। সচিনের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট।

410
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি, তাঁর রেকর্ড অসাধারণ

ভারতীয় দলের হয়ে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছেন বিরাট কোহলি। অবসর নেওয়ার আগে অন্তত আর একবার বিশ্বকাপ জিততে মরিয়া বিরাট।

510
ওডিআই ফর্ম্যাটে এখনও মাত্র ৫ জন ব্যাটার ১০০ বার ৫০-এর বেশি রান করেছেন

ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকর ১৪৫ বার, কুমার সাঙ্গাকারা ১১৮ বার, রিকি পন্টিং ১১২ বার, বিরাট কোহলি ১১১ বার এবং জ্যাক কালিস ১০৩ বার ৫০-এর বেশি রান করেছেন।

610
ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম ইনিংস খেলে ১০০ বার ৫০-এর বেশি রান করেছেন বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে ২৬৫ ইনিংস খেলে ১০০ বার ৫০-এর বেশি রান করেছেন বিরাট কোহলি। এই নজির গড়তে সচিন তেন্ডুলকর নেন ৪৫২ ইনিংস, কুমার সাঙ্গাকারা নেন ৩৮০ ইনিংস, রিকি পন্টিং নেন ৩৬৫ ইনিংস, জ্যাক কালিস নেন ৩১৪ ইনিংস।

710
বর্তমানে ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে ভালো পারফরম্যান্স বিরাট কোহলির

ওডিআই ফর্ম্যাটে ৭৮ বার ৫০-এর বেশি রান করেছেন বিরাট কোহলি। শিখর ধাওয়ান ৫৬ বার ৫০-এর বেশি রান করেছেন। তাঁরা বিরাট কোহলির চেয়ে অনেকটা পিছিয়ে। 

810
আন্তর্জাতিক ক্রিকেটে ২০৭ বার ৫০-এর বেশি রানের রেকর্ড আছে বিরাট কোহলির

আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৯ ইনিংসে ২০৭ বার ৫০-এর বেশি রান করেছেন বিরাট কোহলি। ৭৮২ ইনিংসে ২৬৪ বার ৫০-এর বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। ৬৬৮ ইনিংসে ২১৭ বার ৫০-এর বেশি রান করেছেন রিকি পন্টিং। কুমার সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২১৬ বার ৫০-এর বেশি রান করেছেন। জ্যাক কালিস ৬১৭ ইনিংসে ২১১ বার ৫০-এর বেশি রান করেছেন।

910
এবারের এশিয়া কাপে ওডিআই ফর্ম্যাটে ১৩,০০০ রান পূর্ণ করতে পারেন বিরাট কোহলি

২৭৫টি ওডিআই ম্যাচ খেলে ১২,৮৯৮ রান করেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে তাঁর পক্ষে ১০২ রান করা কোনও ব্যাপারই নয়। ফলে এই টুর্নামেন্টেই ওডিআই ফর্ম্যাটে ১৩,০০০ রান পূর্ণ করতে চলেছেন এই তারকা।

1010
এশিয়া কাপেই ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেওয়ার পথে বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম ইনিংস খেলে ১৩,০০০ রান করার রেকর্ড সচিন তেন্ডুলকরের দখলে। সেই রেকর্ড এবার ভেঙে দিতে পারেন বিরাট কোহলি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos