‘রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারদের বোলিংয়ে কিপিং করা মোটেই সহজ নয়। তবে আমি নিজের দায়িত্ব উপভোগ করছি। ঘরোয়া ক্রিকেটে ১০-১২ বছর ধরে কিপিং অভিজ্ঞতা আছে। ফলে আমার সমস্যা হচ্ছে না’
'রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারদের বোলিংয়ে কিপিং করা মোটেই সহজ নয়। তবে আমি নিজের দায়িত্ব উপভোগ করছি। ঘরোয়া ক্রিকেটে ১০-১২ বছর ধরে কিপিং অভিজ্ঞতা আছে। ফলে আমার সমস্যা হচ্ছে না। তবে প্রতিটি বলের সময় সতর্ক থাকতে হচ্ছে। রোহিতভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে স্বাভাবিক খেলা খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের হয়ে খেলার স্বপ্ন সবারই থাকে, আমারও ছিল। ঘরোয়া ক্রিকেট বা ভারতীয় এ দলের হয়ে খেলার সময় সিনিয়র দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখতাম। নাগপুরে সেই সুযোগ পেয়েছে। ভালো খেলে যাওয়াই আমার লক্ষ্য। আমি খেলা উপভোগ করছি। সহজ-স্বাভাবিক খেলা খেলে যাওয়াই আমার লক্ষ্য,' জানালেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত।