
Mitchell Owen Joins Punjab Kings: পাকিস্তান সুপার লিগ ২০২৫ (Pakistan Super League 2025) এখনও শেষ হয়নি। কিন্তু এরই মধ্যে এই টি-২০ লিগ ছেড়ে আইপিএল-এ (IPL 2025) খেলতে আসছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল ওয়েন (Mitchell Owen)। তিনি পাঞ্জাব কিংসে (Punjab Kings) যোগ দিচ্ছেন। কয়েকদিন আগেই এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হন ওয়েন। আঙুলে চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তাঁর পরিবর্তেই পাঞ্জাব কিংসে যোগ দিলেন ওয়েন। এই অলরাউন্ডার চলতি আইপিএল-এর বাকি ম্যাচগুলির জন্য তিন কোটি টাকা পাচ্ছেন। পিএসএল-এ বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে পেশোয়ার জালমি (Peshawar Zalmi) দলের হয়ে খেলছিলেন ২৩ বছর বয়সি অলরাউন্ডার ওয়েন। তবে তিনি পিএসএল শেষ হওয়ার আগেই আইপিএল-এ যোগ দিচ্ছেন।
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার (India-Pakistan Tension) জেরে আইপিএল ও পিএসএল স্থগিত হয়ে যায়। আইপিএল ফের শুরু হতে চলেছে। তবে পিএসএল কবে ফের শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পাকিস্তানের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে এই টি-২০ লিগ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) কর্তারা। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আমিরশাহির ক্রিকেট বোর্ডের কর্তারা। ফলে এবারের পিএসএল শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পেশোয়ার জালমি প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে আছে। ফলে এই ফ্র্যাঞ্চাইজির সব ম্যাচ শেষ হওয়ার পর ওয়েন পাঞ্জাব কিংসে যোগ দেবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু পিএসএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দিচ্ছেন ওয়েন।
এবারের পিএসএল-এ পেশোয়ার জালমির হয়ে ৭ ইনিংসে ১০২ রান করেন ওয়েন। তাঁর ব্যাটিংয়ের গড় ১৪.৫৭। স্ট্রাইক রেট ১৯২.৪৫। বেশি রান করতে না পারলেও, ওয়েনের স্ট্রাইক রেট ভালো। এই কারণেই তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।