নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ হেরে রাগে, ক্ষোভে, দুঃখে নিজের জুতো খুলে নিজের গালেই বাড়ি মারলেন এক সমর্থক। শাকিবদের নামে মুখে কু-কথার ফোয়ারা ছুটিয়ে বেরিয়ে গেলেন মাঠ থেকে।
বড় সাধ করে এসেছিলেন নিজের দেশের জয় দেখতে। কিন্তু কী দেখলেন ইডেন গার্ডেনে! নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ হেরে রাগে, ক্ষোভে, দুঃখে নিজের জুতো খুলে নিজের গালেই বাড়ি মারলেন এক সমর্থক। শাকিবদের নামে মুখে কু-কথার ফোয়ারা ছুটিয়ে বেরিয়ে গেলেন মাঠ থেকে।