Shakib Al Hasan: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ কী হাল? শাকিবের বেতন বকেয়া ৪৮ লক্ষ টাকা

Published : Mar 05, 2025, 01:56 PM IST
Shakib Al Hasan

সংক্ষিপ্ত

রীতিমতো বেহাল দশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা BCB যদিও সোমবার, ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে, আবার বাড়ানো হয়েছে ম্যাচ ফি-এর পরিমাণও। আর তারপরেই প্রকাশ্যে এসেছে যে, শাকিব আল হাসানের বেতন এখনও বকেয়া রয়েছে। জানা যাচ্ছে, গত বছর শেষ ৪ মাসের বেতন এখনও বোর্ডের তরফ থেকে পাননি শাকিব।

সূত্রের খবর, এক কর্তা আবার সেই খবরের সত্যতা স্বীকারও করে নিয়েছেন। আদতে বোর্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার জেরেই সেই টাকা পাঠানো যায়নি বলে তিনি জানিয়েছেন। সেই কর্তার কথায়, “এটা সত্যি যে, শাকিব সেপ্টেম্বর-ডিসেম্বর মাসের বেতন পায়নি। কারণ, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছিল।”

জানা গেছে, শাকিবের বকেয়া টাকার পরিমাণ প্রায় ৪৮ লক্ষ বাংলাদেশি টাকা। গত বছর ১২ ফেব্রুয়ারি, বোর্ডের বৈঠকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে লেখা ছিল শাকিবের নাম। তবে সেই প্রাপ্য টাকা এখনও পায়নি শাকিব। বিসিবি-র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদন বলেছেন, শাকিব যথাসময়ে তাঁর টাকা পেয়ে যাবেন।

তিনি বলেছেন, “চুক্তি অনুযায়ী পুরো বেতনই দিয়ে দেওয়া হবে শাকিবকে। ও খেলুক কী না খেলুক, চুক্তি যেটা হয়েছে সেটাই থাকবে। আমরা চুক্তি পালন করার চেষ্টা করব।”

কিন্তু প্রশ্ন উঠছে যে, তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক দিক দিয়ে চাপে আছে? শাকিবের বেতন বাকির খবর বাইরে আসতেই, বেকায়দায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ড্যামেজ কন্ট্রোল করছে বলেও অনেকে মনে করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম