অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান, সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি তার ৩০-তম টেস্ট সেঞ্চুরি অর্জন করেছেন। এই অসাধারণ ইনিংসের মাধ্যমে তিনি ফর্মের উদ্বেগের অবসান ঘটিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট।

Soumya Gangully | Published : Nov 24, 2024 2:16 PM IST
16
রবিবার পারথে চলতি বছরে টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করলেন বিরাট কোহলি

পারথে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অভিজ্ঞ ভারতীয় ব্যাটার বিরাট কোহলি তাঁর ৩০-তম টেস্ট শতরান করে নিজস্ব ভঙ্গিতে প্রত্যাবর্তন ঘটালেন। ধারাবাহিক ব্যর্থতার জেরে বিরাটের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন বিরাট।

26
রবিবার পারথে আন্তর্জাতিক কেরিয়ারে ৮১-তম শতরান করে ফেললেন বিরাট কোহলি

বিরাট কোহলি তাঁর ৮১-তম আন্তর্জাতিক শতরান করেছেন। দীর্ঘদিন পর ফর্মে ফিরে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট অবশেষে তাঁর ৮১-তম আন্তর্জাতিক শতরান করে অনুরাগীদের উদ্বেগের অবসান ঘটিয়েছেন। পারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে বিরাট দুর্ধর্ষ ব্যাটিং করে শতরান করেন। পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বিরাট ১৪৩ বলে ১০০ রান করেন। বিরাট কোহলি ৬৯.৯৩ স্ট্রাইক রেটে তাঁর ইনিংস এগিয়ে নিয়ে যান। এই ইনিংসে ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার-বাউন্ডারি ছিল।

36
আন্তর্জাতিক ক্রিকেটে মোট শতরানের হিসেবে সচিন তেন্ডুলকরের পরেই বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিরাট কোহলি। এখন বিরাটের শতরান ৮১টি। ক্রিকেট ইতিহাসে ভারতের কিংবদন্তি, ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর সবচেয়ে বেশি শতরান করে শীর্ষে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান করা একমাত্র খেলোয়াড় সচিন। তাঁর পর দ্বিতীয় সর্বাধিক শতরান রান মেশিন বিরাটের। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে কিং কোহলি সবচেয়ে বেশি শতরান করেছেন। বিরাটের পর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৭১ শতরান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

46
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান করা সেরা ৫ ক্রিকেটার কারা দেখে নিন

১. সচিন তেন্ডুলকর (ভারত) - ১০০ শতরান

২. বিরাট কোহলি (ভারত) - ৮১ শতরান

৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) - শতরান

৪. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) - শতরান

৫. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) - শতরান

56
রবিবার পারথে টেস্ট ক্রিকেটে ৩০-তম শতরান করেছেন বিরাট কোহলি

ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ৩০-তম শতরান করেছেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় বিরাট ৩০ শতরান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপল এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনের রেকর্ড স্পর্শ করেছেন। চন্দ্রপল ও হেডেন টেস্ট ক্রিকেটে ৩০ শতরান করেছেন।

66
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটার সচিন তেন্ডুলকর

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান

১. সচিন তেন্ডুলকর (ভারত) - ৫১ শতরান

২. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) - ৪৫ শতরান

৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) - ৪১ শতরান

৪. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) - ৩৮ শতরান

৫. রাহুল দ্রাবিড় (ভারত) - ৩৬ শতরান

১৬. বিরাট কোহলি (ভারত) - ৩০ শতরান

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos