IND vs AUS: অ্যাডিলেডে প্রাথমিকভাবে বিপর্যয়ের মুখে ভারত, প্রথম ইনিংস শেষ মাত্র ১৮০ রানে

অ্যাডিলেড টেস্টে লড়াই করছে ভারত। 

চলছে বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy)। আর সেই সিরিজেরই দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে শুক্রবার থেকে। অ্যাডিলেডে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

তবে শুরু থেকেই কিছুটা চাপে পড়ে অ্যায় ভারত। অবশ্য পার্থ টেস্টেও প্রাথমিকভাবে চাপে ছিল তারা। কিন্তু পরে কার্যত, অজিদের দুরমুশ করে দিয়েই জয় ছিনিয়ে নেন কোহলিরা। যাই হোক শুক্রবার, ওপেনার যশস্বী জয়সওয়ালের থেকে আরও একটি দুরন্ত ইনিংস আশা করেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তিনি নিরাশ করলেন। শূন্য হাতে ফিরে গেলেন প্যাভিলিয়নে।

Latest Videos

আরেক ওপেনার কেএল রাহুল করলেন ৩৭ রান। ওদিকে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (Second Test) দলে এসেছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর সংগ্রহে ৩১ রান। মিডল অর্ডারে কিছুটা লড়াই দিয়েছেন তিনি। এদিকে বিরাট কোহলি (Virat Kohli) করছেন মাত্র ৭ রান।

এছাড়া ঋষভ পন্থের ঝুলিতে ২১ রান এবং রোহিত করেন ৩ রান। তবে টেল এন্ডার হিসেবে নীতীশ রেড্ডির (Nitish Reddy) লড়াকু ৪২ রান বেশ প্রশংসনীয়। ওদিকে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) করেন ২২ রান। সবমিলিয়ে, ভারতের ইনিংস শেষ হয় ১৮০ রানে।

অন্যদিকে, অজিদের হয়ে ৬টি উইকেট নেনে মিচেল স্টার্ক (Mitchell Starc)। এছাড়াও ২টি করে উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড।

আপাতত ডিনার ব্রেক চলছে। অস্ট্রেলিয়া (Australia) ব্যাট করতে নামবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল