অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৬ ইনিংসেই তিনি ব্যর্থ হয়েছেন। ফলে অস্ট্রেলিয়া সফরের আগে চাপে পড়ে গিয়েছেন রোহিত।
Soumya Gangully | Published : Nov 4, 2024 11:47 AM IST / Updated: Nov 04 2024, 06:42 PM IST
টি-২০ ফর্ম্যাটের পর কি এবার টেস্ট ক্রিকেট থেকেও সরে যাবেন রোহিত শর্মা?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অস্ট্রেলিয়া সফরেও ব্যর্থ হলে তাঁরা বাদ পড়বেন বলে জল্পনা শুরু হয়েছে।
অস্ট্রেলিয়া সফরেও ব্যর্থ হলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা?
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের দাবি, ‘রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে ও নিজেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারে। ও টি-২০ থেকে অবসর নিয়েছে। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার পর শুধু ওডিআই খেলবে।’
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ভারতের অধিনায়ক হিসেবে খেলবেন রোহিত শর্মা?
কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ‘রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়া সফরেও ভালো পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, ওর বয়স হচ্ছে।’ শ্রীকান্তের কথা যদি সত্যি হয়, তাহলে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত খেলবেন কি না, সে বিষয়েও সংশয় তৈরি হতে চলেছে।
রোহিত শর্মার প্রশংসা করে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ‘রোহিত শর্মা স্বীকার করেছে, ও এই সিরিজে খারাপ খেলেছে এবং খারাপ অধিনায়কত্ব করেছে। এটা খুব ভালো করেছে ও। ছন্দে ফিরতে হলে সবার আগে ভুল স্বীকার করা দরকার। রোহিত প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেছে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ ইনিংসেই ব্যর্থ রোহিত শর্মা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ ইনিংস খেলে মাত্র ৯১ রান করেছেন রোহিত শর্মা। কোনও ইনিংসেই ভালো ব্যাটিং করতে পারেননি ভারতের অধিনায়ক।
চলতি বছরে টেস্ট ক্রিকেটে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা
টেস্ট ক্রিকেটে গত ১০ ইনিংসে মাত্র ১৩৩ রান করেছেন রোহিত শর্মা। তাঁর ক্রমাগত ব্যর্থতা অনেক প্রশ্ন তুলে দিয়েছে।
কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সফরে সাফল্য পাবে বিরাট কোহলি। ও অস্ট্রেলিয়ায় ভালো ব্যাটিং করে। ও পেসারদের বোলিং ভালোভাবে খেলে। আমি এখনই ওর ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাই না।’