নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১০০ রানের টার্গেট তাড়া করতে গিয়েই ভারতীয় দলের ৪ উইকেট পড়ে যায়। ১ বল বাকি থাকতে জয় পায় ভারত। এরকম অবস্থা হল কেন? ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বললেন, ‘পিচ দেখে আমাদের মনে হয়েছিল ব্যাটিং করা কঠিন।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১০০ রানের টার্গেট তাড়া করতে গিয়েই ভারতীয় দলের ৪ উইকেট পড়ে যায়। ১ বল বাকি থাকতে জয় পায় ভারত। এরকম অবস্থা হল কেন? ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বললেন, 'পিচ দেখে আমাদের মনে হয়েছিল ব্যাটিং করা কঠিন। কিন্তু এতটা কঠিন হবে আমরা বুঝতে পারিনি। আমাদের মনে হয়েছিল, এই উইকেটে অতিরিক্ত একজন স্পিনার থাকলে ভালো হয়। সেই কারণেই উমরান মালিকের বদলে যুজবেন্দ্র চাহালকে খেলানো হয়। চাহাল ভালো বোলিং করেছ। দীপক হুডা ৪ ওভার বোলিং করেছে। হার্দিক পান্ডিয়ার কৃতিত্ব প্রাপ্য। ও বোলারদের ভালোভাবে ব্যবহার করেছে। উইকেট ও পরিবেশ-পরিস্থিতি বিচার করেই দল বাছা হয়েছে।'