IND vs PAK Champions Trophy 2025 : ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোন ৬ জন ক্রিকেটারের দিকে সবথেকে বেশি নজর থাকবে?

IND vs PAK Champions Trophy 2025 : ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোন ৬ জন ক্রিকেটারের দিকে সবথেকে বেশি নজর থাকবে?

Published : Feb 23, 2025, 02:19 PM IST

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার, হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। কিন্তু এই ম্যাচে কোন ৬ জন ক্রিকেটারের দিকে সবথেকে বেশি নজর থাকবে?

প্রথমেই আসা যাক বিরাট কোহলির কথায়। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড এমনিতে ভালো। একদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ ম্যাচে ৬৭৮ রান করেছেন তিনি। তার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি। আর ব্যাটিং গড় ৫২.১৫।

অপরদিকে পাক ব্যাটার বাবর আজমের দিকেও নজর থাকবে সকলের। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ বলে ৬৪ রান করেছেন তিনি। তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার ঝড় বইছে। বাবর আজম ভারতের বিরুদ্ধে ৮ ম্যাচে ২১৮ রান করেছেন এবং গড় ৩১.১৪।


টিম ইন্ডিয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একজন অ্যাসেট হলেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই গুরুদায়িত্ব পালন করে থাকেন তিনি। তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে মোট ১২টি ম্যাচে জাদেজার ব্যাটিং গড় ২১.৬৬ এবং সংগ্রহে ১৩০ রান। এছাড়াও তাঁর ঝুলিতে আছে ১২টি উইকেট। এবার দুবাইয়ের পিচ স্পিনের পক্ষে থাকায় জাদেজা পাকিস্তানি মিডল অর্ডারকে বেশ সমস্যায় ফেলতে পারেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

পাকিস্তানের পেস বোলার শাহীন শাহ আফ্রিদি জ্বলে উঠলে তা ভারতীয় ব্যাটিং লাইন-আপের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই নিঃসন্দেহে আফ্রিদির বোলিংকে মোকাবেলা করার জন্য উপযুক্ত পরিকল্পনা নিয়ে ভারতীয় ব্যাটারদের আসতে হবে।

এবার আসা যাক তাঁর কথায়, যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই জ্বলে উঠেছেন। ভারতীয় তারকা বোলার মহম্মদ শামি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি। নতুন বলে দুর্দান্ত স্যুইং করাতে পারেন শামি। বুমরার ঘাটতি পূরণ করতে বদ্ধপরিকর তিনি।

মহম্মদ রিজওয়ান এই ধরনের ম্যাচে কী-প্লেয়ার হয়ে উঠতে পারেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩ রান করেন রিজওয়ান। তবে রিজওয়ান ধারাবাহিকভাবে যথেষ্ট পারদর্শী একজন খেলোয়াড়। কারণ, ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচে তিনি ৫১ রান করেছেন এবং তাঁর ব্যাটিং গড় ২৫.৫০।
 

09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
03:37RCB Fans Stampede: বিরাট কোহলিদের দেখতে এসে মর্মান্তিক ঘটনা, চিন্নাস্বামীর বাইরে হুড়োহুড়ি পদ-পিষ্ট হয়ে মৃত সাত
04:16অযোধ্যার রাম মন্দিরে পুজো বিরাট-অনুস্কার, রামলালার দর্শনের পর পুজো দিলেন হনুমান গড়ি মন্দিরে
04:08Rohit Sharma: রোহিত শর্মার নামে স্ট্যান্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে, চোখে জল অধিনায়কের
03:36Rohit Sharma: ভক্তদের আবদার মেটালেন রোহিত, সকলকে লাইনে দাঁড় করিয়ে তুললেন সেলফি