IND vs AUS: হেডকে আউট করেই উত্তেজিত সিরাজ! ঠিক কী বলেছিলেন অজি তারকা? সুর চড়ালেন গাভাসকারও

মহম্মদ সিরাজ, নামের মধ্যেই যেন জোশ লুকিয়ে আছে। 

আর এই কাজের জন্য সিরাজকে যথেষ্ট বিদ্রুপের মুখে পড়তে হয়েছে। এমনকি, ভারতীয় পেসারের এই কাজে অখুশি হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকারও।

উল্লেখ্য, দ্বিতীয় নতুন বলে সিরাজের একটি ইয়র্কারে বোল্ড হন হেড। অস্ট্রেলিয়ার ব্যাটার যখন আউট হয়ে ফিরছেন, তখন সিরাজকে কিছু একটা বলেন। পাল্টা ভারতীয় পেসারও উত্তেজিত হয়ে গিয়ে কিছু একটা অঙ্গভঙ্গি করেন এবং মুখেও কিছু বলেন। এরপর আবার পাল্টা হেডকেও কিছু বলতে দেখা যায়। পরিষ্কার বোঝা যায় যে, সিরাজের আচরণে একদমই খুশি হননি হেড।

Latest Videos

পরদিন খেলা শেষে হেড বলেন, তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি। কিন্তু সিরাজ আবার তা বুঝতে পারেননি। হেডে কথায়, “আমি ওকে বলি যে, ভালো বল করেছ। কিন্তু সিরাজ ভেবে নেয় যে, আমি খারাপ কিছু বলেছি। তাই সিরাজ ওইরকম অঙ্গভঙ্গি করে। আমিও তার পাল্টা জবাব দিয়েছি। ও যেটা করেছে, সেটা আমার খারাপ লেগেছে। তবে ও যদি ভাবে যে, এইভাবেই খেলবে তাহলে আমার কোনও সমস্যা নেই।”

এদিকে সিরাজের এই অঙ্গভঙ্গিকে একেবারেই ভালোভাবে মেনে নেননি অ্যাডিলেডের সমর্থকরা। ফলে, সিরাজ যখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তখনও তাঁকে নিয়ে বিদ্রুপ শুরু করে দেন সমর্থকরা। অবশ্য গাভাসকার বলছেন, সিরাজ নিজেই এই কাজের জন্য দায়ী। তাঁর মতে, “সিরাজ বিনা কারণে এটা করল। এমন নয় যে, হেড ৪ বা ৫ রান করে আউট হয়েছে। তা হলে বুঝতাম। কিন্তু ১৪০ করা একজনকে ব্যাটারকে আউট করে ওর এইভাবে অঙ্গভঙ্গি করা উচিৎ হয়নি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ফিরহাদ হাকিম ইস্যুতে বিজেপিকে দুষলেন প্রিয়দর্শিনী হাকিম, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত
সনাতন শ্রী গীতা গুরুকুলের মিছিলে Bangladesh-এ শান্তি ফেরানোর আহ্বান! Phulia-র রাস্তায় মহামিছিল
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
India-Bangladesh সীমান্তে উদ্ধার Pakistani মর্টার! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today