Cricket Betting: ক্রিকেট ম্যাচে বেটিং করে সর্বস্বান্ত! তারপর নিলেন চরম সিদ্ধান্ত, দেনায় ডুবে আত্মহত্যা তরুণের

Published : Apr 05, 2025, 09:44 PM IST
Cricket Betting

সংক্ষিপ্ত

Cricket Betting: জুয়ার নেশা সর্বনাশা। আর ঠিক সেটাই যেন আবার প্রমাণিত হল।

Cricket Betting: টাকার বাজি রাখতে গিয়ে মানুষ মনে হয় ভুলে যায় যে, কখন তারা নিজের জীবনকেও একটা অন্ধকার দিকে ঠেলে দিচ্ছেন। চলছে আইপিএল। আর সেই মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচে চলতি আইপিএল-এর ভরা মরশুমে এক ব্যক্তি খোয়ালেন বিপুল টাকা। আর তারপর বেছে নিলেন আত্মহত্যার পথ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে। তাঁর বয়সো বেশি না। মাত্র ২৬ বছর! হায়দ্রাবাদের জিদিমেতলার কাছে সুচিত্রা জংশনে নিজের বাড়ির কাছেই তিনি আত্মঘাতী হন বলে খবর পাওয়া গেছে। সেই ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করতেন (cricket betting news)।

সেই ব্যক্তির নাম রাজবীর সিং ঠাকুর। ঠিক ৩ বছর আগে, একটি দুর্ঘটনায় নিজের বাবা-মাকে হারান তিনি। এরপর থেকে কাকার সঙ্গেই থাকতেন এক বাড়িতে। জানা যাচ্ছে, ক্রিকেট ম্যাচে বাজি ধরতে গিয়ে বেতনের সিংহভাগই বিলিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে, পরিচিত লোকজনের কাছ থেকে টাকা ধার নিয়েও বেটিংচক্রে কাজে লাগাতেন বলে স্থানীয় সূত্র মারফৎ জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিপুল দেনায় ডুবেছিলেন রাজবীর। আর সেই দেনা শোধ করতে না পেরেই সুচিত্রা জংশন এবং ভেল রেল স্টেশনের মাঝে ছুটন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেন তিনি। সেই খবর পেয়েই, ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। গান্ধী হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সেকেন্দ্রাবাদ রেলওয়ে পুলিশ মামলা দায়ের করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। গত ২২ মার্চ ২৯ বছর বয়সী এক ব্যক্তিও আত্মঘাতী হন। তিনি ছিলেন ন্ডলাপোচম্পল্লীর বাসিন্দা। তাঁর নাম কে সোমেশ্বর রাও। গত তিন বছরে বেটিংয়ের ফাঁদে পড়ে ৩ লক্ষ টাকা হারেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত