বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছেন ভারতের ওপেনার ঈশান কিষান, ১৩১ বলে ২১০ রান করেন | এখানেই থেমে থাকা নয়, ভবিষ্যতে আরও সাফল্য চান ঈশান।
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছেন ভারতের ওপেনার ঈশান কিষান। ১৩১ বলে ২১০ রান করেন। এটাই ওডিআই ম্যাচে প্রথম শতরান। এই শতরানকেই দ্বিশতরানে পরিণত করে অনন্য নজির গড়েছেন ঈশান। এই ইনিংসের পর থেকেই তিনি অভিনন্দনের জোয়ারে ভাসছেন। সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, ভেঙ্কটেশ প্রসাদ, রবি শাস্ত্রী সহ প্রাক্তন ক্রিকেটাররা এবং সতীর্থরা অভিনন্দন জানাচ্ছেন ঈশানকে। এখানেই থেমে থাকা নয়, ভবিষ্যতে আরও সাফল্য চান ঈশান।