ইডেন খালি হাতে ফেরাল না কে এল রাহুলকে। ফর্মে ফিরলেন, ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রাহুল। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বললেন, 'আমাকে দল যে দায়িত্ব দিচ্ছে, সেটা পালন করার চেষ্টা করছি।
ইডেন খালি হাতে ফেরাল না কে এল রাহুলকে। ফর্মে ফিরলেন, ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রাহুল। উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলছেন রাহুল। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বললেন, ‘আমাকে দল যে দায়িত্ব দিচ্ছে, সেটা পালন করার চেষ্টা করছি। আমার মিডল অর্ডারে ব্যাটিং করতে ভালোই লাগছে। আমি নিয়মিত কিপিং করি না। ফলে শরীরের উপর চাপ পড়ছে। তবে দলের প্রয়োজনে সবকিছু করতে তৈরি।’
রাহুল আরও বললেন, 'আমরা গুয়াহাটিতে প্রথমে ব্যাটিং করছিলাম। উইকেট খুব ভালো ছিল। আমাদের অতিরিক্ত ২০-২৫ রান করার দরকার ছিল। সেই কারণে যে বোলারই আসুক না কেন, আমরা আক্রমণ করার চেষ্টা করছিলাম। গত ম্যাচে আমি যখন ব্যাট করতে যাই, তখন দল ভালো জায়গায় ছিল। আজ আমরা ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম। সেই কারণে চাপ কমানো দরকার ছিল। ওদের প্রধান বোলাররা যাতে মাথায় চড়ে না বসে, সেটা নিশ্চিত করা প্রয়োজন ছিল।'