কবজির চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। তবে তাঁর পরিবর্ত হিসেবে কাউকে দলে নেওয়া হচ্ছে না। শুক্রবার রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচ।
কবজির চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। তবে তাঁর পরিবর্ত হিসেবে কাউকে দলে নেওয়া হচ্ছে না। শুক্রবার রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বললেন, ‘আমি নতুন বলে বোলিং করতে ভালোবাসি। দলের প্রয়োজনে আমি সবসময় তৈরি। দলকে সাহায্য করতে তৈরি আমি। ভালো খেলাই আমাদের লক্ষ্য। শুবমান গিল খুব ভালো খেলছে। ও টি-২০ সিরিজে ওপেন করবে। ডান হাতি-বাঁ হাতি ব্যাপার না, যারা ভালো খেলবে তারাই সুযোগ পাবে। ওডিআই সিরিজে কী হয়েছে সেটা ভেবে লাভ নেই। এটা নতুন সিরিজ। আমাদের জয় পেতে হলে ভালো খেলতে হবে।’