টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৪৭ বছরে প্রথম, ঐতিহাসিক নজির গড়লেন নীতিশ-সুন্দর জুটি

Published : Dec 28, 2024, 03:02 PM IST
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৪৭ বছরে প্রথম, ঐতিহাসিক নজির গড়লেন নীতিশ-সুন্দর জুটি

সংক্ষিপ্ত

মেলবোর্ন টেস্টে কার্যত নজির। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে আট নম্বরে নেমে নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরি পেয়েছেন এবং নয় নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দর হাফ সেঞ্চুরি করেছেন। আর যার ফলেই, টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। 

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য আট এবং নয় নম্বরে নামা দুই ব্যাটার ১৫০টিরও বেশি বল খেলেছেন। একদিকে ওয়াশিংটন সুন্দর ১৬২ বল খেলে ৫০ রান করে আউট হন। অন্যদিকে, নীতিশ ১৭৬ বলে ১০৫ রান করে আপাতত অপরাজিত আছেন।

এদিন টেস্টে প্রথম সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই আরও একটি রেকর্ড গড়ে ফেললেন নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা তৃতীয় কনিষ্ঠতম ব্যাটসম্যান হলেন ২১ বছর বয়সী নীতিশ। শচীন তেন্ডুলকার (১৮ বছর ২৫৬ দিন) এবং ঋষভ পন্থ (২১ বছর ৯২ দিন) নীতিশের (২১ বছর ২১৬ দিন) ঝুলিতে এখন এই কৃতিত্ব। 

ওদিকে অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে আট নম্বরে নেমে একজন ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও আজ নীতিশের ঝুলিতে। গত ২০০৮ সালে, অ্যাডিলেডে ৮৭ রান করা অনিল কুম্বলের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজে ট্র্যাভিস হেডের পর রান সংগ্রহের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন নীতিশ।

 

সেইসঙ্গে, চার ম্যাচে চার ইনিংসে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন নীতিশ। চলতি সিরিজে মোট ২৮৪ রান করে বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশাং-এর মতো ব্যাটসম্যানদের পিছনে ফেলে দিয়ে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। কারণ, চার টেস্টে ৪০৯ রান করা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডই এখন একমাত্র নীতিশের আগে আছেন। 

 

ওদিকে আবার ২৭৫ রান করা যশস্বী জয়সওয়াল ভারতীয়দের মধ্যে নীতিশের পরেই দ্বিতীয় স্থানে। কে এল রাহুল (২৫৯) তৃতীয় এবং বিরাট কোহলি (১৬২) চতুর্থ স্থানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত