IND vs AUS: ব্রিসবেন টেস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভাজ্জি, দলে কি দুটি পরিবর্তন আসতে চলেছে?

Published : Dec 10, 2024, 05:23 PM IST
IND vs AUS: ব্রিসবেন টেস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভাজ্জি, দলে কি দুটি পরিবর্তন আসতে চলেছে?

সংক্ষিপ্ত

ব্রিসবেনে রোহিত শর্মার আগে নামা উচিৎ বলে সুনীল গাভাসকার মনে করেছিলেন। 

পার্থে প্রথম টেস্ট জয়ের পর, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল। আর তারপরেই দলের অধিনায়ক রোহিত শর্মা ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। অ্যাডিলেডে দুটি ইনিংসেই তাঁর ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে। কারণ, রোহিতের সংগ্রহে ছিল ৯ রান। 

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ব্রিসবেনে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টেস্টে ভারতীয় দলে ঠিক কী কী পরিবর্তন আসবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিং। দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে নেমে ব্যর্থ হলেও, ব্রিসবেনেও রোহিত একই জায়গায় থাকবেন বলেই জানিয়েছেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভাজ্জি স্পষ্ট করে দিয়েছেন যে, ব্রিসবেনে ব্যাটিং অর্ডারে ভারতীয় ক্রিকেট দল কোনও পরিবর্তন করবে না।    

তাঁর মতে ফর্মে না থাকা রোহিতকে ব্রিসবেনে ওপেনার হিসেবে নামানো একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। যদিও গাভাসকার বলেছিলেন যে, ব্রিসবেনে রোহিত আগে নামবেন। কিন্তু সেইরকম একদমই মনে করছেন না প্রাক্তন এই ভারতীয় স্পিনার।

এছাড়া বোলিংয়ে আরও দুটি পরিবর্তন হতে পারে বলে মনে করছেন তিনি। অ্যাডিলেডে অশ্বিনের বদলে ওয়াশিংটন সুন্দর ভারতের প্রথম একাদশে আসতে পারেন। অপরদিকে, দ্বিতীয় পরিবর্তনটি হতে পারে পেস বোলিংয়ে। হর্ষিত রানার বদলে প্রসিধ কৃষ্ণকে আনা হতে পারে প্রথম একাদশে। কারণ, হরভজনের মতে ব্রিসবেনের পিচে অনেক বেশি বাউন্স থাকবে। ফলে, ভালো বল করতে পারেন প্রসিধ কৃষ্ণ। 

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু ব্রিসবেন টেস্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত