GT vs MI Eliminator Live Updates: জ্বলে উঠলেন রোহিত! গুজরাতের সামনে রানের পাহাড় খাড়া করল মুম্বই

Published : May 30, 2025, 09:27 PM ISTUpdated : May 31, 2025, 12:07 AM IST
mi vs gt ipl 2025

সংক্ষিপ্ত

GT vs MI Eliminator Live Updates: হাইভোল্টেজ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। আইপিএল প্লে-অফের এলিমিনেটর ম্যাচ রীতিমতো জমে উঠেছে। 

GT vs MI Eliminator Live Updates: নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে অবস্থিত মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায়, আইপিএল প্লে-অফের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়্বেছে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)। নিঃসন্দেহে ২২ গজের অন্যতম একটি রুদ্ধশ্বাস ম্যাচ এটি (IPL 2025 live score)। 

সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলল মুম্বই

 

 

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। আর শুরু থেকেই চালাতে শুরু করেন রোহিত শর্মারা। চণ্ডীগড়ে রীতিমতো জ্বলে উঠলেন তিনি। উপহার দিলেন ৫০ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস (mi vs gt ipl 2025 eliminator)। সেইসঙ্গে, দলের আরেক ওপেনার জনি বেয়ারস্টো রোহিতকে দিলেন যোগ্য সঙ্গত। তাঁর ঝুলিতে ২২ বলে ৪৭ রান। 

অপরদিকে সূর্যকুমার যাদব করেন ৩৩ রান, তিলক ভার্মার সংগ্রহে ২৫ রান এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া স্কোরবোর্ডে ২২ রান যোগ করেন। সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। নিঃসন্দেহে বিরাট লক্ষ্যমাত্রা (mi vs gt eliminator 2025)। 

 

 

তবে এদিন গুজরাত উইকেটকিপার কুশল মেন্ডিস ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস না করলে, মুম্বই আদৌ এত বড় স্কোর খাড়া করতে পারত কিনা সন্দেহ। আবার এও ঠিক যে, প্রথম ইনিন্সগেই একটি অনবদ্য ক্যাচ নেন গুজরাত ফিল্ডাররা। সেরি ছিল জনি বেয়ারস্টোর উইকেট। প্রথমে সাই সুদর্শন এক হাতে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন কিন্তু মিস করেন তিনি। তারপর সেই বল সোজা তালুবন্দি করেন জেরাল্ড কোয়েটজি। 

গুজরাতের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণ এবং সাই কিশোর। এছাড়া ১টি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ

 

 

অন্যদিকে, এদিকে এলিমিনেটর ম্যাচের নিয়মানুযায়ী, যে দল হারবে সেই দল আইপিএল থেকে বিদায় নেবে (GT vs MI 2025)। আর যে দল জিতবে, তাদেরকে কোয়ালিফায়ার ১-এর পরাজিত দলের সঙ্গে খেলতে হবে। সেই ম্যাচটি কোয়ালিফায়ার ২ হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে শুক্রবার যে দল জিতবে, তারা খেলতে নামবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (IPL 2025 points table)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা