বিমানেই কেক কেটে বিবাহবার্ষিকী পালন করলেন গুজরাট টাইটানসের প্রধান কোচ আশিস নেহরা। মঙ্গলবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার আগে বিমানেই দলের পক্ষ থেকে প্রধান কোচের বিবাহবার্ষিকী পালন করার উদ্যোগ নেওয়া হয় ।
বিমানেই কেক কেটে বিবাহবার্ষিকী পালন করলেন গুজরাট টাইটানসের প্রধান কোচ আশিস নেহরা। মঙ্গলবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচ খেলতে দিল্লি আসার সময় বিমানেই দলের পক্ষ থেকে প্রধান কোচের বিবাহবার্ষিকী পালন করার উদ্যোগ নেওয়া হয়। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও অন্যান্য ক্রিকেটারদের পাশে নিয়ে কেক কাটেন নেহরা। দলের সবাই তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।