IND vs PAK: দাম ১ লক্ষ টাকারও বেশি? মুহূর্তের মধ্যেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট

Published : Feb 04, 2025, 05:17 PM IST
india vs pakistan match most dangerous when captain krishnamachari srikant ripping during match

সংক্ষিপ্ত

এদিকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে উত্তেজনা থাকবে, এটাই তো স্বাভাবিক।

ভারত-পাক ম্যাচ বলে কথা! টিকিট বিক্রি শুরুর আগে থেকেই ভিড় জমাতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে উত্তেজনা থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু রেকর্ড সময়ের মধ্যেই কার্যত, শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার টিকিট। জানা যাচ্ছে, অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন টিকিট কাটার জন্য। ওয়েবসাইটে বিপুল ট্র্যাফিক দেখা গেছে।

এমনিতে তো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কম ঝামেলা হয়নি। নিরাপত্তাজনিত কারণে ভারত আবার পাকিস্তানে খেলতে যাবে না। ঠিক সেই কারণেই, রোহিতদের ম্যাচ হবে দুবাইতে। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে আগামী ২০ ফেব্রুয়ারি। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। আর সেই ম্যাচ ঘিরেই চড়ছে উত্তেজনার পারদ।

সোমবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যায়। সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিহরাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৯৬৪ টাকা ধার্য করা হয়েছে।

কিন্তু প্রথম থেকেই ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ছিল একেবারে আকাশছোঁয়া। প্ল্যাটিনাম লাউঞ্জের দাম রাখা হয় ২ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯ হাজার টাকা। এছাড়া গ্র্যান্ড লাউঞ্জের দাম ৫ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা।

দুবাই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ২৫ হাজার। কিন্তু টিকিট কেনার জন্য ওয়েবসাইটে ভিড় জমাতে দেখা যায় অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমীকে। এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেন তারা। অপরদিকে লাইন পড়ে যায় দুবাইতে টিকিট বিক্রির কাউন্টারের সামনেও। কিন্তু অল্প সময়ের মধ্যেই ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়। অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাননি বলে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?