
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চলেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ঘোষণা করে দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছি। এই টুর্নামেন্টে আটটি দলই চ্যাম্পিয়ন হতে পারে। সব দলের মানই ভালো। আমি বিশ্বাস করি, আমাদের দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে। আমাদের দলেরক কেউই অতিরিক্ত চাপ অনুভব করছে না। আমাদের দলের সবাই চ্যাম্পিয়ন হতে চায়। সবাই মনে-প্রাণে বিশ্বাস করে, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে। আমাদের ভাগ্যে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা কঠোর পরিশ্রম করছি। নিজেদের সেরাটা দিচ্ছি। আশা করি আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব।’
ভারতীয় দলকে আলাদা গুরুত্ব দিচ্ছেন না শান্ত
আগামী বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ে নামছে ভারত-বাংলাদেশ। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী শান্ত। তিনি ভারতীয় দলকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন না। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 'জসপ্রীত বুমরা বা অন্য কাউকে নিয়ে চিন্তা করছি না। ওদের পুরো দলই ভালো। শুধু ভারত নয়, নিউজিল্যান্ড, পাকিস্তান দলও ভালো। তিন দলেই ভারসাম্য আছে। তিন দলের বিরুদ্ধেই কষ্ট করে খেলতে হবে।'
শাকিবকে ছাড়াই আত্মবিশ্বাসী শান্ত
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে নেই শাকিব আল-হাসান। তবে দলে যে ১৫ জন ক্রিকেটার আছেন, তাঁদের নিয়েই আত্মবিশ্বাসী শান্ত। তিনি বলেছেন, ‘আমাদের দলে যে ১৫ জন খেলোয়াড় আছে, তাদের নিয়ে আমি খুব খুশি ও আত্মবিশ্বাসী। যারা খেলবে তাদের সবারই একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। কিছুদিন আগেও আমাদের দলে ভালো মানের পেসার ছিল না। কিন্তু এখন আমাদের বোলিং বিভাগ শক্তিশালী। অতীতে আমাদের দলে রিস্ট স্পিনার ছিল না। এখন আছে। সবমিলিয়ে আমাদের দলে ভারসাম্য আছে। সবাই যদি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমরা যে কোনও সময় যে কোনও দলকে হারাতে পারি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ইসিবি-র পর বোলিংয়ে নিষেধাজ্ঞা আইসিসি-র, শাকিব আল-হাসানের কেরিয়ার শেষ?
দ্বিতীয় পরীক্ষাতেও সন্দেহজনক বোলিং অ্যাকশন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত শাকিব
বাংলাদেশে ফিরছেন না, শেষ টেস্ট ম্যাচ না খেলেই বিদায় শাকিব আল-হাসানের!